Pishach Yog: শনি আর রাহুর পিশাচ যোগে অন্ধকার নেমে আসবে কাদের জীবনে? ৫ রাশির জন্য অপেক্ষা করছে কোন ধ্বংসলীলা? কী হতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আপাতত মীন রাশিতে অবস্থান করছে রাহু। আর আগামী ২৯ মার্চ শনি কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ অনুসারে দুই অশুভ গ্রহ শনি ও রাহুর যুতিতে অত্যন্ত ক্ষতিকর পিশাচ যোগ গঠিত হয়।
advertisement
1/8

আপাতত মীন রাশিতে অবস্থান করছে রাহু। আর আগামী ২৯ মার্চ শনি কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ অনুসারে দুই অশুভ গ্রহ শনি ও রাহুর যুতিতে অত্যন্ত ক্ষতিকর পিশাচ যোগ গঠিত হয়। (প্রতীকী ছবি)
advertisement
2/8
এই প্রসঙ্গে জ্যোতিষ শাস্ত্রী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই যোগকে ধ্বংসাত্মক যোগ বলা হয়। শনি জাতককে তার কাজের জন্য শাস্তি দেয় আর রাহু জাতকের মনে সংশয় বাড়ায়, তাকে নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। ২৯ মার্চ থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত চলবে পিশাচ যোগ। জেনে নিন এর ফলে ক্ষতির মুখে পড়বেন কোন কোন রাশির জাতকরা। (প্রতীকী ছবি)
advertisement
3/8
বৃষ রাশিবৃষ রাশির তৃতীয় ঘরে গঠিত হবে পিশাচ যোগ। এই পরিস্থিতিতে আপনি বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন। এই সময় কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। ছোট ভাই-বোনের কারণেও সমস্যায় পড়তে পারেন। পারিবারিক দায়িত্বের অতিরিক্ত বোঝা আপনার ওপর এসে পড়বে। স্বাস্থ্য নিয়েও সচেতন থাকা জরুরি বৃষ রাশির জাতকদের। (প্রতীকী ছবি)
advertisement
4/8
মিথুন রাশিমিথুন রাশির দশম ঘরে অবস্থান করবে শনি ও রাহু। চাকরিজীবী ও ব্যবসায়ীরা অতিরিক্ত কাজের চাপে নাজেহাল হয়ে পড়বেন। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। সমাজে আপনার দুর্নাম ছড়িয়ে পড়তে পারে। মনের ওপর চাপ বাড়বে। এই সময় হাড়ের ব্যথা এবং ত্বকের সংক্রমণ নিয়েও ভুগতে হতে পারে আপনাকে। সরকারি চাকুরেদের সতর্ক হয়ে কাজ করা জরুরি। (প্রতীকী ছবি)
advertisement
5/8
সিংহ রাশিসিংহ রাশির অষ্টম ঘরে গঠিত হবে পিশাচ যোগ। এই সময় বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। চাকরি এবং ব্যবসায় শত্রুরা নিজেদের শক্তি বাড়িয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। মামার বাড়ির সঙ্গে সম্পর্কের অবনতি হবে। কোনও বড় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কোনও বিষয়ে চট করে প্রতিক্রিয়া জানাবেন না। খারাপ অভ্যেসগুলো নিয়ন্ত্রণে রাখুন। (প্রতীকী ছবি)
advertisement
6/8
কন্যা রাশিসপ্তম ঘরে পিশাচ যোগ গঠিত হওয়ায় নানা সমস্যায় ভুগতে হবে কন্যা রাশির জাতকদের। এই সময় স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন, নানা অসুখে ভুগতে পারেন। পার্টনারের সঙ্গে মতের অমিল বড় সমস্যা তৈরি করতে পারে। ধৈর্য্য ধরে সমস্যা সমাধানের চেষ্টা করুন। খাওয়া-দাওয়ার দিকে নজর রাখুন। ব্যবসায় প্রতারণার শিকার হতে পারেন। (প্রতীকী ছবি)
advertisement
7/8
ধনু রাশিধনু রাশির দশম ঘরে যুতি গঠন করবে শনি ও রাহু। এই সময় সব কাজই আপনাকে সতর্ক ভাবে করতে হবে। পেশাগত জীবনেও সাবধান থাকুন, না হলে বড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে তিক্ততা আসতে পারে। শত্রুরা আড়ালে থেকে ক্ষতির চেষ্টা করতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাহুর প্রভাবে মানসিক সংশয়ে ভুগতে পারেন। (প্রতীকী ছবি)
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Pishach Yog: শনি আর রাহুর পিশাচ যোগে অন্ধকার নেমে আসবে কাদের জীবনে? ৫ রাশির জন্য অপেক্ষা করছে কোন ধ্বংসলীলা? কী হতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র?