TRENDING:

Shani Nakshatra Gochar 2023: রাহুর নক্ষত্রে গমন করতে চলেছেন শনিদেব! সংযোগের কারণে এই সব রাশির জীবনে হবে অর্থের সমাগম!

Last Updated:
Shani Nakshatra Gochar 2023: আগামী ১৫ মার্চ, ২০২৩ তারিখে সকাল ১১টা ৪০ মিনিটে শতভিষা নক্ষত্রের প্রথম চরণে গোচর করবেন শনিদেব। এই অবস্থায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত শনি বিরাজমান থাকবেন। জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক-জাতিকার উপর সুফলের বর্ষণ হবে ৷
advertisement
1/8
রাহুর নক্ষত্রে গমন করতে চলেছেন শনিদেব! সংযোগের কারণে এই রাশির জীবনে অর্থের সমাগম
মার্চ মাসেই শতভিষা নক্ষত্রে গোচর করতে চলেছেন শনি গ্রহ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, রাহু হলেন শতভিষা নক্ষত্রের অধিপতি। আর রাহুর নক্ষত্রে শনি সব সময় অশুভ ফল দেন না। তার বদলে এই সংযোগ বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী এবং ফলদায়ক হিসেবেই প্রতিপন্ন হবে। তাহলে জেনে নেওয়া যাক, শনির এই গোচরের ফলে কোন কোন রাশির জাতক-জাতিকারা লাভবান হতে চলেছেন।
advertisement
2/8
শনির গোচরের সময়কাল: আগামী ১৫ মার্চ, ২০২৩ তারিখে সকাল ১১টা ৪০ মিনিটে শতভিষা নক্ষত্রের প্রথম চরণে গোচর করবেন শনিদেব। এই অবস্থায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত শনি বিরাজমান থাকবেন। জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক-জাতিকার উপর সুফলের বর্ষণ হবে ৷
advertisement
3/8
মেষ রাশি: নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টা বেশ চমৎকার। যাঁরা ইতিমধ্যেই ব্যবসা করছেন, তাঁদের জন্য এই গোচর আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে। শনি মহারাজ নিজের আদি ত্রিকোণ রাশিতে শতভিষা নক্ষত্রে উপস্থিত থাকবেন। যার ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক লাভের জোরালো সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজেই তাঁরা সাফল্য অর্জনে সক্ষম হবেন।
advertisement
4/8
মিথুন রাশি: যাঁরা দীর্ঘ দিন ধরে বিদেশে পড়াশোনা করার সুযোগ কিংবা চাকরি পাওয়ার স্বপ্ন দেখছেন, তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। কর্মজীবনের দিক থেকে খুব শুভ ফল মিলবে। যদিও শনিদেবের কারণে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ারও সম্ভাবনা রয়েছে, তাই কঠোর পরিশ্রম থেকে নিজেকে বিরত রাখা চলবে না। সুযোগ হাতছাড়া করলে চলবে না।
advertisement
5/8
সিংহ রাশি: শতভিষা নক্ষত্রে শনির উপস্থিতি কর্মজীবনে সাফল্য আনতে চলেছে। চাকরির ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনাও রয়েছে। আবার যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা ভাল অফার পেতে পারেন। শনিদেবের গোচর ব্যবসায়ীদের জন্যও সেরা ফল দেবে। অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সুবিধা হতে পারে।
advertisement
6/8
তুলা রাশি: শতভিষা নক্ষত্রে শনির প্রবেশ তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে শুভ ফল প্রদান করতে চলেছে। এমনকী তুলা রাশির জন্য সময়টা খুবই শুভ হতে চলেছে। যাঁরা নিজস্ব ব্যবসা করছেন, তাঁদের বিপুল আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে অর্থ উপার্জনের জন্য কোনও সংক্ষিপ্ত পথ অবলম্বন করার ভুল করলে চলবে না। এতে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকবে।
advertisement
7/8
ধনু রাশি: শনির এই গোচর ধনু রাশির জন্যও শুভ হতে চলেছে। এই রাশির জাতক-জাতিকারা প্রতিটি ক্ষেত্রেই সাফল্য পাবেন। চাকরিজীবীরা চাকরির ক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন এবং আয় বৃদ্ধি পাবে। কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার ক্ষেত্রেও এই রাশির জাতক-জাতিকারা সাফল্য পেতে পারেন। এই সময়টা ব্যবসায়ীদের জন্যও ইতিবাচক ফলাফল বয়ে আনবে এবং ভাল আর্থিক লাভের যোগ তৈরি হবে।
advertisement
8/8
মকর রাশি: শতভিষা নক্ষত্রে শনিদেবের গমন ব্যবসায়ীদের জন্য বেশ সুবিধাজনক বলেই গণ্য হবে। এই রাশির জাতক-জাতিকারা সফল ভাবেই নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন এবং বড় মাপের আর্থিক লাভও পেতে পারেন। আর সব থেকে বড় কথা হল, এই সময়ের মধ্যে শুরু করা কাজ কিংবা কোনও ব্যবসা দীর্ঘ সময়ের জন্য সুফল প্রদান করবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Nakshatra Gochar 2023: রাহুর নক্ষত্রে গমন করতে চলেছেন শনিদেব! সংযোগের কারণে এই সব রাশির জীবনে হবে অর্থের সমাগম!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল