৩০ বছর বাদে কর্মফলদাতা শনি মার্গী হওয়ায় ভাগ্য খুলবে তিন রাশির! সূর্যপুত্রের আশীর্বাদে টাকা পয়সা থেকে মান-সম্মানে ফুলে ফেঁপে উঠবে জীবন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কর্মফলদাতা শনিকে নবগ্রহের মধ্যে ন্যায়প্রিয় গ্রহ বলে মনে করা হয়। শনি নিজের স্বভাব অনুসারে জাতকদের কর্মের ফল অনুযায়ী প্রদান করা হয়। এরফলে শনির গোচরে বক্রী হওয়া বা মার্গী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
advertisement
1/6

কর্মফলদাতা শনিকে নবগ্রহের মধ্যে ন্যায়প্রিয় গ্রহ বলে মনে করা হয়। শনি নিজের স্বভাব অনুসারে জাতকদের কর্মের ফল অনুযায়ী প্রদান করা হয়। এরফলে শনির গোচরে বক্রী হওয়া বা মার্গী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
advertisement
2/6
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, শনিদেব গুরু রাশির মীনে প্রবেশের ফলে তা একটি শক্তিশালী রাজযোগের সৃষ্টি হতে চলেছে। ২০২৭ সালে জুন মাসে পর্যন্ত সময়-সময় পর্যন্ত শনির চাল পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের জীবনে প্রভাব আসতে চলেছে।
advertisement
3/6
মকর রাশিমকর রাশির জাতকদের জন্য শনি মার্গীর ফলে শুভ পরিণাম হতে চলেছে। এই সময় শনিদেব আপনার জীবনে খুশি আনতে চলেছে। শনির প্রভাবে জীবনে আপনার জীবনে খুশির আগমন ঘটবে। কোনও আটকে থাকা কাজ পূরণ হতে পারে। এই সময় আপনার বিদেশযাত্রার যোগ রয়েছে। ভাই-বোনের সঙ্গে ভাল সম্পর্ক বজায় থাকবে। এছাড়াও এই সময় পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে। লম্বা সময় ধরে চলতে থাকা কোনও ঝামেলার শেষ হবে। এই সময় কোনও মাহাত্মপূর্ণ কোনও কাজ পূর্ণ হতে চলেছে।
advertisement
4/6
মীন রাশিএই রাশির শনি মার্গী ফলে ভাগ্য খুলতে চলেছে। এই রাশির শনির সাড়েসাতির প্রথম চরণ শুরু হয়েছে। এই সময় শনির মার্গী হওয়ার ফলে কিছু ক্ষেত্রে ভাল লাভ মিলতে পারে। এরফলে এই সময় চাকরিক্ষেত্রে ভাল অফার মিলতে পারে। একইসঙ্গে এই সময় আর্থিক স্থিতির উন্নতি হতে পারে। সামাজিক স্থিতির সঙ্গে সঙ্গে আর্থিক স্থিতিও ভাল হবে।
advertisement
5/6
কর্কট রাশিকর্কট রাশির শনি মার্গীর ফলে মানসিক চাপ দূর হবে। একইসঙ্গে শনি বক্রী হওয়ার ফলে আপনার সমস্যা ধীরে ধীরে দূর হবে। এই সময় রিয়েল এস্টেট, প্রপার্টি, বিল্ডিং নির্মাণ, আর্কিটেকচার, অটোমোবাইল, ট্রান্সপোর্ট, টুরিজিম, ইনস্যুরেন্স অথবা মার্কেটিং ক্ষেত্রে শনি মার্গী হওয়ার ফলে লাভজনক ফল হবে।এই সময় আপনি আত্মবিশ্বাস এবং নির্ণয় ক্ষমতা ফিরে পাবেন।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
৩০ বছর বাদে কর্মফলদাতা শনি মার্গী হওয়ায় ভাগ্য খুলবে তিন রাশির! সূর্যপুত্রের আশীর্বাদে টাকা পয়সা থেকে মান-সম্মানে ফুলে ফেঁপে উঠবে জীবন