Shani Margi 2025: টাকার ঝড়ে উড়ে যাবে দুঃখ, কষ্ট! নভেম্বরেই শনির কৃপায় রাজ সিংহাসনে ৪ রাশি, নতুন বছরে দুরন্ত পারপরমেন্স
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
 Shani Margi 2025: নভেম্বরেই বিরাট ফল শনির! চার রাশির স্বপ্নপূরণ, অসম্ভবকে সম্ভবকে করেই ফুটপাত থেকে রাজপ্রাসাদে
advertisement
1/14

 জ্যোতিষ শাস্ত্রমতে শনিদেব হলেন ন্যায় ও কর্মফলের দেবতা ৷ একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া রাশি বা অবস্থান বদল করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/14
 প্রতিটি মানুষকেই কর্মানুসারে ফলপ্রদান করতে থাকেন, শনির অবস্থান জীবনে যদি শুভ থাকে সেক্ষেত্রে ফল শুভ পেয়ে থাকেন ৷ জীবনের নানান সময়েই ভাল ফল পেয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/14
 কিন্তু যদি শনির অবস্থান কুষ্ঠিতে নেতিবাচক বয়ে থাকে সেক্ষেত্রে জীবনে বিরাট কুপ্রভাব পড়ে, শনি এমনই এক গ্রহ যার প্রভাবে প্রচুর পরিমাণে টাকা পয়সা পেয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/14
 অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কিরাম সূত্রে জানা গিয়েছে শনির কৃপায় জীবন আগের থেকে আরও ভাল যদি শনির ইতিবাচক জীবনে পড়ে, এই মুহূর্ত শনিদেব মীনে বক্রি অবস্থায় আছেন ৷ ১৩৭দিন বক্রি অবস্থায় থাকার পরে নভেম্বরের শেষে মার্গি হতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/14
 চার রাশির জাতক-জাতিকার জন্য জীবন আগের থেকে আরও সুন্দর হতে পারে ৷ জীবনের কোনও সমস্যায় গতিপথ রোধ করতে পারবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/14
 বৃষ রাশির জাতক-জাতিকার জন্য শনির মার্গি বিরাট প্রভাব বিস্তার করবে নানান ধরনের সুযোগ সুবিধা আসবে জীবনে, বৃষ রাশির স্বামী শুক্র, শুক্র ও শনির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/14
 সেই কারণেই জাতক-জাতিকারা সর্বদাই শনির আশীর্বাদ পেয়ে থাকেন ৷ আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে চলেছে ৷ নানান সময়ে নানান সমস্যার সমাধান হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/14
 মিথুন রাশি অর্থাৎ বুধের রাশি, বুধ ও শুক্রের মধ্যে অত্যন্ত ভাল সম্পর্ক রয়েছে, সেই কারণেই জাতক-জাতিকা পাবেন শনির কৃপায় ৷ অসম্ভবকে সম্ভব করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/14
 নানান ক্ষেত্রে প্রশংসা পাবেন, আর্থিক পরিস্থিতি অনুকূল হবে, নানান ক্ষেত্রে লাভের সম্ভাবনা তৈরি হবে, বিনিয়োগের জন্যও দুরন্ত ও সময় এটাই ৷ সুখে, শান্তিতে ভরে থাকবে জীবন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/14
 তুলা রাশির জাতক-জাতিকা শনির মার্গির ফলে জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি পেতে চলেছেন ৷ শনির সরাসরি গতিতে লাভের ভাঁড়ার পূর্ণ হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/14
 সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন জাতক-জাতিকা ৷ পুরনো রোগ থেকে মুক্তি পাবেন ৷ সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন জাতক-জাতিকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/14
 ধনু রাশির ক্ষেত্রে সময় আরও সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে ৷ অফিসে ভাল পরিস্থিতি তৈরি হবে, সব থেকে দুরন্ত সময়ের মধ্যে দিয়ে যাবেন জাতক-জাতিকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/14
 টাকা পয়সার সঙ্গে সঙ্গে বাড়ি ও গাড়ি পাবেন, নানান ক্ষেত্রে লাভের মুখ দেখবেন জাতক-জাতিকা ৷ পুরনো ক্ষতি থেকে এবার লাভের মুখ দেখবেন ৷ টাকা পয়সা এবার পেতে পারেন, জীবন আগের থেকে আরও সুন্দর হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/14
 <strong>Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Margi 2025: টাকার ঝড়ে উড়ে যাবে দুঃখ, কষ্ট! নভেম্বরেই শনির কৃপায় রাজ সিংহাসনে ৪ রাশি, নতুন বছরে দুরন্ত পারপরমেন্স
