Shani Mahadasha: শনির মহাদশা শুধুই মহাচাপের নয়, এই সব মানুষেরা রাজসুখ পান দু'দশক ধরে
- Published by:Arjun Neogi
Last Updated:
Shani Mahadasha: শনি মহারাজের মহাদশা থাকলেও প্রায় কুড়ি বছর রাজার হালে থাকেন এই সমস্ত মানুষেরা
advertisement
1/14

Shani Mahadasha: জ্যোতিষ শাস্ত্রমতে শনিদেব হলেন ন্যায় ও কর্মফলের দেবতা ৷ কর্ম অনুযায়ী শনি ফল প্রদান করে থাকতেন ৷ কুষ্ঠিতে শনির অবস্থান অশুভ হলে মোটেই ভাল হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/14
Shani Mahadasha: দুঃখ, কষ্টে জীবন জেরবার হয়ে যায়, হওয়া কাজ হয়না বাধা বিপত্তিতে জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/14
Shani Mahadasha: কোনও মানুষের কর্মফল ভাল হলে রাজার মত থাকেন জাতক-জাতিকারা ৷ কিন্তু কুষ্ঠিতে শুভ স্থানে শনি থাকা সত্ত্বেও ফল শুভ হয়না দুঃখ, কষ্টের শেষ হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/14
Shani Mahadasha: জীবনে বিরাট প্রভাব ফেলতে পারে ৷ টাকা পয়সার সঙ্গে সঙ্গে শরীরের দিকেও নজর দিতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/14
Shani Mahadasha: শনির মহাদশা জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিরাট চাপের সৃষ্টি করে ৷ টাকা,পয়সা, উন্নতি, চাকরি, ব্যবসা, শরীর স্বাস্থ্য-সহ বহু দিকে মেরুদণ্ড ভেঙে দেয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/14
Shani Mahadasha: কুষ্ঠিতে শনির অবস্থান অত্যন্ত শক্তিশালী হয় সেক্ষেত্রে সেই মানুষের রাজার মত অবস্থা হয়ে থাকে ৷ টাকা পয়সায় ব্যক্তিকে ভরিয়ে দেন ৷ এক কথায় সেই ব্যক্তি রাজসুখ পান ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/14
Shani Mahadasha: এর উল্টোও হতে পারে যদি শনির অবস্থান অশুভ হয়ে থাকে কুষ্ঠিতে ৷ সেই খারাপ ফল ও নিঃসঙ্গ জীবন নিয়ে কাটাতে হ ১৯ বছর বা প্রায় দু'দশক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/14
Shani Mahadasha: শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলার সময় অত্যন্ত মাথায় রাখতে হয় বিষয়গুলি ৷ যেমন বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া কোনও ভাবেই নীলা ধারণ করা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/14
Shani Mahadasha: কারোর সঙ্গে খারাপ ব্যবহার একদম নয়, নেশা সামগ্রী থেকে দূরে থাকুন, নারী, বৃদ্ধ, অসহায় মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/14
Shani Mahadasha: এইগুলি না মানলে শনি কঠোর দণ্ড দেবেন ৷ শনির ইতিবাচক ফল পেতে কয়েকটি বিষয় অত্যন্ত খেয়াল রাখা উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/14
Shani Mahadasha: প্রতি শনিবার অশ্বত্থ গাছের নীচে সরষের তেলের প্রদীপ জ্বেলে দিন, কমপক্ষে তিনবার প্রদক্ষিণ করুন বা পাঁচবারও করতে পারেন ৷ এরপরে শনি মহারাজের নামে প্রণাম করুন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/14
Shani Mahadasha: শনির দশা কেরিয়ারকে শেষ করে দেয় তাই কোনও ভাবেই নিজের ক্ষতি করবেন না ৷ চাকরি বা ব্যবসায় উন্নতি চাইলে শনিবার সূর্যোদয়ের আগে অশ্বত্থ গাছে জল দিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/14
Shani Mahadasha: সন্ধেবেলায় লোহার পাত্রে একটি প্রদীপ জ্বালান ৷ তারপরে শনি চল্লিশা পাঠ করুন ৷ পাঠ শেষে দরিদ্র্য মানুষকে কিছু দান করুন ৷ ভাল খাবার খান, একই সঙ্গে দান করুন সব থেকে ভাল হতে চলেছে দেখবেন আপনার সঙ্গে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/14
Shani Mahadasha, Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Mahadasha: শনির মহাদশা শুধুই মহাচাপের নয়, এই সব মানুষেরা রাজসুখ পান দু'দশক ধরে