Shani Vastu Tips: বাড়িতে কোন দিক শনির জানেন? সূর্যপুত্রের রাজত্বের দিকে ভুল করলেই কেরিয়ারে সঙ্কট, জীবন বরবাদ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Shani Vastu Tips: কুষ্ঠিতে শনির অবস্থান যদি দুর্বল হয় সেক্ষেত্রে বিরাট রকমের সমস্যা হতে পারে ৷ তাই মেনে চলুন বেশ কিছু টোটকা
advertisement
1/10

বাস্তুতে ঘরের এক একটি দিকের স্বামী হলেন এক একজন, একই সঙ্গে মার্গদর্শন করা হয়ে থাকে কোন দিক অত্যন্ত পরিমাণে উপযুক্ত ৷ এরমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল শনির দিক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
শনিদেবের নাম শুনলে রীতিমত ভয় হয়ে থাকে সকলেরই ৷ বাড়িতে শনির স্থান হয়ে থাকে একটি নির্দিষ্ট দিকে ৷ শনির দিক হল পশ্চিম ৷ তাঁর আধিপত্য থাকে এই দিকেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
এই দিশাতে বেশ কিছু কাজ আছে যা করলে বিশেষ ভাবে কার্যকর ভূমিকা গ্রহণ করে থাকে বাড়িতে নেতিবাচক প্রভাব চলে গিয়ে ইতিবাচক প্রভাব বজায় থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
যদি বর্জিত কাজ পশ্চিম দিক করে করা হয়ে থাকে সেক্ষেত্রে আর্থিক ক্ষতি, কেরিয়ারে চ্যালেঞ্জ, টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে ক্ষতি হতে পারে ৷ পশ্চিম দিকে ঠিক কী কী কাজ? প্রতীকী ছবি ৷
advertisement
5/10
কখনও ঘরের মুখ পশ্চিম দিক করে করা উচিৎ নয়, কেননা এরফলে কেরিয়ারে বিরাট সঙ্কট দেখা দিতে পারে ৷ পশ্চিম দিকের মুখ করে বেডরুমে স্বামী-স্ত্রী হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
রান্নাঘরের মুখ পশ্চিম দিক করে থাকলে সেই বাড়িক কোনও ভাবেই উন্নতি হয়না ৷ কেননা জীবনে নেতিবাচক প্রভাব হতে পারে ৷ বাড়িতে সব সময়েই খাবার দাবার কম হয়ে থাকে ৷ এই রকমের সমস্যা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
ঘরের মুখ পশ্চিম দিক করে থাকলে জীবন থেকে নানান ধরনের সমস্যা দূর হয় ৷ এতে আর্থিক সমস্যা দূর হয়ে থাকে ৷ নানান ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
বাড়ির মুখ্য দরজার মুখ পশ্চিম দিকে থাকলে এমন গাছ রাখতে হবে যাতে ছায়াদার গাছ রাখতে হবে ৷ যদি জানলা রাখা হয় সেক্ষেত্রে জানলা একটু ছোট রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
বাড়ির পশ্চিম দিকে ভাঙাচোরা ফার্নিচার, জিনিসপত্র থাকে সেটির থেকে বাঁচতে হবে, দারিদ্র্য কাটবেনা কোনও ভাবেই ৷ নানান ধরনের সমস্যা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
<strong><span style="color: #993366;">Disclaimer:</span> উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Vastu Tips: বাড়িতে কোন দিক শনির জানেন? সূর্যপুত্রের রাজত্বের দিকে ভুল করলেই কেরিয়ারে সঙ্কট, জীবন বরবাদ