Shani Upay: রাত পোহালেই শনি জয়ন্তী, শনিদেবকে প্রসন্ন করতে করুন এই কাজ, হবে সব বিপদের তুফান পাড়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shani Upay: রুষ্ট শনিদেবকে তুষ্ট করতে করুন এই শক্তিশালী মন্ত্রের জপ
advertisement
1/9

Shani Jayanti 2024: শনিদেবকে বৈদিক জ্যোতিষ শাস্ত্রে ফলদায়ক গ্রহ বলা হয়৷ তাই শনিদেবকে খুবই ভক্তিভরে সকলেই আরাধনা করেন৷ সাধারণত শনিবার দিনে শনি মহারাজের উপাসনা করা হয়৷ তবে শনি জয়ন্তী এবার কবে পালন করা হবে, তা কি জানেন? Photo Courtesy- Id-Parthangawala/ Instagram
advertisement
2/9
শনি মহারাজের জন্মদিনকে শনি জয়ন্তী হিসেবে পালন করা হয়৷ শনি জয়ন্তীকে শনি অমাবস্যাও বলা হয়৷
advertisement
3/9
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিদেব সূর্য পুত্র৷ শনি গ্রহের সম্পর্ক শনিদেব এবং শনিবারের সঙ্গে সম্পর্ক যুক্ত৷
advertisement
4/9
শনিজয়ন্তী প্রতি বছর জৈষ্ঠ্য মাসের অমাবস্যা তিথিতে পালন করা হয়৷ এই বছরের শনি জয়ন্তী পড়েছে ৬ জুন৷ এটি বৃহস্পতিবার৷
advertisement
5/9
শনিদেবকে তুষ্ট করার মন্ত্রওঁ শম শনিশ্চরায় নমঃ শনির প্রভাব কমাতে মন্ত্র ওঁ ত্রম্বকং যজমাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম৷ উর্বারুক মিব বন্ধনান মৃত্যুোমুর্খিয় মা মৃতাত৷৷ ওঁ শন্নৈদেবীরভিষ্টয় আপো ভবন্তু পীতয়ে শংয়োভিশ্রবন্তু নঃ৷ ওঁ শং শনৈশ্চরায় নমঃ৷৷
advertisement
6/9
শনি আহ্বান মন্ত্রনীলাম্বরঃ শূলধরঃ কিরীটী গৃধ্রস্থিত স্ত্রস্করো ধনুষ্টমানং৷৷ চতুভূর্জঃ সূর্য সুতঃ প্রশান্তঃ সদাস্তু মহ্যাং বরদোল্পগামী৷৷
advertisement
7/9
শনির গায়ত্রী মন্ত্রওঁ ভগভবায় বিদ্মহৈং মৃত্যুরুপায় ধিমাহি তন্নো শনিঃ প্রচোদ্যাৎ৷৷ সাড়েসাতী কে প্রভাব কো কম করনে বালা মন্ত্র ওঁ ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম৷ উর্বারুক মিব বন্ঘনান মৃত্যোর্মুক্ষীয় মা মৃতাত৷ ওঁ শন্নৈদেবীরভিষ্টয় আপো ভবন্তু পীতয়ে৷ শংয়োরভিশ্রবন্তু নঃ৷ ওঁ শং শনৈশ্চরায় নমঃ৷ ওঁ নীলাঞ্জনসমাভাসং রবিপুত্রং যমাগ্রজম্৷ ছায়ামার্তণ্ডসম্ভূতং তং নমামি শনৈশ্চরম্৷
advertisement
8/9
শনি জয়ন্তীর দিনে প্রদোষ কাল বা সূর্যাস্তের পর যে কোনো সময় শনি মন্ত্র জপ করা যেতে পারে। আপনার ইচ্ছা এবং প্রয়োজন অনুসারে উপযুক্ত শনি মন্ত্র চয়ন করুন। জপমালা ব্যবহার করে 108 বার মন্ত্রটি জপ করুন। এর জন্য পদ্মের বীজ বা রুদ্রাক্ষ জপমালা ব্যবহার করতে পারেন। শান্ত মন এবং একাগ্রতার সাথে মন্ত্রটি জপ করুন।
advertisement
9/9
শনি জয়ন্তীর দিনে শনিদেবকে প্রসন্ন করার জন্য ভক্তরা ব্রত রাখেন৷ শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়৷ Photo Courtesy- Id-Parthangawala/ Instagram
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Upay: রাত পোহালেই শনি জয়ন্তী, শনিদেবকে প্রসন্ন করতে করুন এই কাজ, হবে সব বিপদের তুফান পাড়