Astrology|Shani Jayanti 2022: ৩০ মে অত্যন্ত গুরুত্বপূর্ণ! রাশি অনুযায়ী দান করুন সামগ্রী, রোষানল থেকে মুক্তি? খুব খুশি হবেন গ্রহরাজ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Astrology|Shani Jayanti 2022: গ্রহরাজের জন্ম মাসে এই জিনিসপত্র রাশি অনুযায়ী দান করলে বিশেষ সুফল পাওয়া সম্ভব
advertisement
1/9

গ্রহরাজের জন্ম জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ৷ এই মাসে অর্তাৎ জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা পড়েছে ৩০ মে ২০২২-এ ৷ শনি জয়ন্তিতে গ্রহরাজকে সন্তুষ্ট করতে পারলে জীবন অত্যন্ত খুশিতে ভরে ওঠে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
এই দিন বিভিন্ন কার্যকলাপ জীবনে ভাল ফল দেয় ৷ অমাবস্যাতে রাশি অনুযায়ী এই কাজগুলি করুন ফল পেতে পারেন হাতেনাতে ৷ প্রতীকী ছবি
advertisement
3/9
মেষ ও বৃষ (Aries and Scorpio): শনি জয়ন্তিতে মেষ রাশির জাতক-জাতিকারা সরষের তেল ও কালো তিল দান করলে বিশেষ শুভ হয়, অন্যদিকে ৷ বৃষ রাশির জাতক-জাতিকারা দুর্গতদের কম্বল দান করলে বিশেষ ফল পেতে পারেন ৷ কুষ্ঠিতে শনি আরও মজবুত হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
মিথুন ও কর্কট (Gemini and Cancer): গ্রহরাজের কৃপাতে সমস্ত কাজ সফল হয়ে থাকে ৷ মিথুন-কর্কট রাশির জাতক-জাতিকারা মটর ডাল, কালো তিল, সরষের তেল, দন করতে পারেন ৷ মনে রাখতে হবে সরষের তেল আগে থেকেই কিনে রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
সিংহ ও কন্যা (Gemini and Virgo): শনি জয়ন্তিতে সিংহ রাশির মানুষেরা বিশেষ মন্ত্র জপ করতে পারেন, আর কন্যা রাশির জাতক-জাতিকারা ছাতা ও কালো চামড়ার জুতো দান করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
তুলা ও বৃশ্চিক (Libra and Scorpio): শনি জয়ন্তিতে দান করলে বিশেষ ফল পাওয়া যায় ৷ তুলা রাশির জাতক-জাতকারা কালো ছাতা, কালো জুতো ও সরষের তেল দান করতে পারেন ৷ আর বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা লোহার জিনিসপত্র দান করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
ধনু ও মকর (Saggitarius and Capricorn): ধনু রাশির জাতক জাতিকাদের জন বিশেষ মন্ত্র কাজে দেবে ৷ মকর রাশির মানুষেরা পশুপাখিদের খেতে দিলে বিশেষ লাভ হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
কুম্ভ ও মীন (Aqaurius and Pices): এইদিন কুম্ভ রাশির জাতক-জাতিকারা যদি কুষ্ঠ রোগীদের ওষুধপত্র দান করেন ভাল হতে পারে ৷ অন্যদিকে মীন রাশির জাতক-জাতিকারা কালো তিল, সরষের তেল দান করলে সুফল পাবেন হাতে নাতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
Disclaimer: উপরোক্ত তথ্যগুলি বিচার বিবেচনা করে নিজের বুদ্ধি প্রয়োগ করে তবেই জীবনে প্রয়োগ করুন ৷ নিউজ ১৮ বাংলা অনুরোধ বা প্রভাবিত করেনা ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology|Shani Jayanti 2022: ৩০ মে অত্যন্ত গুরুত্বপূর্ণ! রাশি অনুযায়ী দান করুন সামগ্রী, রোষানল থেকে মুক্তি? খুব খুশি হবেন গ্রহরাজ