মীন রাশিতে শনির গোচরে ভাগ্যের ঘোড়া ছুটবে ৪ রাশির! হাত ছোঁওয়ালেই সোনা কাদের কপালে? জেনে নিন আপনার রাশি তালিকায় নেই তো?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষীশাস্ত্রে শনিকে শাস্তিদাতা এবং কর্মফলের দেবতা বিবেচনা করা হয়। মীন রাশিতে আগামী বছরজুড়ে কোন কোন ৪ রাশির উপর আশীর্বাদ বর্ষণ করবে শনি?
advertisement
1/7

বর্তমানে মীন রাশিতে অবস্থান করছেন শনি। ফলে আগামী বছরটা অর্থাৎ গোটা ২০২৬ সালে মীন রাশিতেই থাকবেন গ্রহরাজ শনি। ফলে এই মীন রাশিতে অবস্থানের কারণে লাভবান হতে চলেছেন ৪ রাশির জাতক/জাতিকারা।এই প্রসঙ্গে জ্যোতিষীশাস্ত্রে শনিকে শাস্তিদাতা এবং কর্মফলের দেবতা বিবেচনা করা হয়। মীন রাশিতে আগামী বছরজুড়ে কোন কোন ৪ রাশির উপর আশীর্বাদ বর্ষণ করবে শনি?
advertisement
2/7
এই প্রসঙ্গে জ্যোতিষীশাস্ত্রে শনিকে শাস্তিদাতা এবং কর্মফলের দেবতা বিবেচনা করা হয়। মীন রাশিতে আগামী বছরজুড়ে কোন কোন ৪ রাশির উপর আশীর্বাদ বর্ষণ করবে শনি?
advertisement
3/7
বৃষ রাশিবৃষ রাশির জাতকদের জন্য, শনির অবস্থান সুসময় বয়ে আনবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। সম্পদ এবং প্রতিপত্তি বাড়তে পারে। আয় বৃদ্ধি পাবে। আপনার কাঙ্ক্ষিত অবস্থান অর্জন করতে পারবেন। যদিও শত্রুরা আপনাকে বিপাকে ফেলার চেষ্টা করতে পারেন। আপনি সহজে সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করতে পারবেন।
advertisement
4/7
মিথুন রাশিশনি মিথুন রাশির জাতকদের জন্য নানা সুযোগ সুবিধা বয়ে আনতে পারে। কেরিয়ারে উন্নতিও সম্ভব। ব্যবসাও সমৃদ্ধ হবে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। পুঁজি বাড়বে। আপনার সুপ্ত কোনও ইচ্ছা পূরণ হতে পারে।
advertisement
5/7
তুলা রাশিতুলা রাশির জাতকদের জন্য, শনির এই অবস্থান তাঁদের কেরিয়ারে এবং ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতির সুযোগ করে তুলবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য আরও শুভ হবে এই সময়। আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সম্পদ বাড়বে। বাড়িতে সমৃদ্ধ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা কোনও বড় অর্ডার পেতে পারেন।
advertisement
6/7
মীন রাশিমীন রাশিতেই অবস্থান করছে শনি। সুতরাং তার ভালো এবং খারাপ দুই প্রভাব সহ্য করতে হবে মীন রাশির জাতকদের। এই রাশির জাতকদের জীবনে সবচেয়ে বেশি উত্থান-পতন বয়ে আনবে শনি। তবে সারা বছর আর্থিক লাভের সুযোগ রয়েছে। প্রিয়জনদের কাছ থেকেও সাহায্য পেতে পারেন।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
মীন রাশিতে শনির গোচরে ভাগ্যের ঘোড়া ছুটবে ৪ রাশির! হাত ছোঁওয়ালেই সোনা কাদের কপালে? জেনে নিন আপনার রাশি তালিকায় নেই তো?