Shani Gochar: ২০২৫ সালেই শুরু শনির খেল, সাড়েসাতির প্রভাবে ছারখার হতে চলেছে ৫ রাশির জীবন, রয়েছে চাকরি হারানোর ভয়
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
শনির গোচরে ২০২৫ সালে পাঁচ রাশির জীবনে চ্যালেঞ্জের সংখ্যা কম নেই৷
advertisement
1/8

পরের বছর থেকেই শুরু হবে শনির খেল৷ আর তাতেই ছারখার হতে চলেছে বেশ কিছু রাশির জীবন৷ তাই চেষ্টা করুন আগে থেকেই সতর্ক থাকুন৷
advertisement
2/8
শনির গোচরে ২০২৫ সালে পাঁচ রাশির জীবনে চ্যালেঞ্জের কম নেই৷
advertisement
3/8
মিথুন রাশি: রাশি যদি মিথুন হয়, তাহলে চাকরির ক্ষেত্রে নানারকম সমস্যা হতে পারে৷ তাই চাকরি দেওয়ার কথা উঠলে বুঝে-শুনে পরিবর্তন করুন৷তাছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত ঝুট-ঝামেলাও লেগে থাকবে বছরভর৷
advertisement
4/8
কন্যা রাশি: কন্যা রাশিতে জন্ম জাতক-জাতিকারা কর্মজীবনে হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন৷ স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে৷ অ্যালার্জি, সর্দি বা কাশিতে ভুগতে পারেন৷ এখন থেকেই নিজের যত্ন নেওয়ার চেষ্টা করুন৷
advertisement
5/8
কর্কট রাশি: কর্মজীবনে এই রাশি যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে৷ চাকরি পরিবর্তনের পরিস্থিতি হতে পারে৷
advertisement
6/8
বৃশ্চিক রাশি: এই রাশির কর্মজীবনও পরের বছর প্রতিকূল হতে চলেছে৷ কেরিয়ার নিয়ে কোনও বহুদিনের স্বপ্ন, এই বছর অপূর্ণ রয়ে যেতে পারে৷
advertisement
7/8
মকর রাশি: এই রাশির জাতক-জাতিকাদের পরিবারে নানা সমস্যা হবে৷ পরিবারের সদস্যদের সঙ্গে নানা কারণে মত পার্থক্য বজায় থাকবে৷
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Gochar: ২০২৫ সালেই শুরু শনির খেল, সাড়েসাতির প্রভাবে ছারখার হতে চলেছে ৫ রাশির জীবন, রয়েছে চাকরি হারানোর ভয়