TRENDING:

নিজের রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব; এই ৫টি রাশির জীবনে আসবে অর্থ, সম্মান এবং সৌভাগ্য

Last Updated:
Saturn Will Formed Shash Raajyog: ভোপাল নিবাসী জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌরে বলেন যে, ২০২৫ সালে মীন রাশিতে প্রবেশ করার আগে শনি শশ রাজযোগ তৈরি করবেন। যার জেরে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। পণ্ডিতজির মতে, যাঁদের রাশিচক্রে শশ রাজযোগ তৈরি হবে, তাঁরা ধনসম্পদ এবং সম্মান লাভ করবেন। দেখে নেওয়া যাক, কারা এই সৌভাগ্য লাভ করতে চলেছেন।
advertisement
1/7
নিজের রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব; এই ৫টি রাশির জীবনে সৌভাগ্য
Saturn Will Formed Shash Raajyog:  হিন্দুধর্মে শনি গ্রহ শুধুমাত্র গ্রহ নয়, তাঁকে ঈশ্বরের স্থানে বসানো হয়। আবার জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলের দাতা বলে গণ্য করা হয়। আর রাশিচক্রের ১২টি রাশির কোনও একটিতে যখন শনিদেব প্রবেশ করেন, তখন তিনি সেই রাশিতে প্রায় আড়াই বছর ধরে অবস্থান করেন। বর্তমানে শনি গ্রহ নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে বিরাজ করছেন। তবে ২০২৫ সালের ২৯ মার্চ তা প্রবেশ করবে বৃহস্পতির রাশি মীন রাশিতে।
advertisement
2/7
ভোপাল নিবাসী জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌরে বলেন যে, ২০২৫ সালে মীন রাশিতে প্রবেশ করার আগে শনি শশ রাজযোগ তৈরি করবেন। যার জেরে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। পণ্ডিতজির মতে, যাঁদের রাশিচক্রে শশ রাজযোগ তৈরি হবে, তাঁরা ধনসম্পদ এবং সম্মান লাভ করবেন। দেখে নেওয়া যাক, কারা এই সৌভাগ্য লাভ করতে চলেছেন।
advertisement
3/7
বৃষ রাশি: এই  রাশির দশম ঘরে গমন করবেন শনি। কাজের একাধিক ক্ষেত্রে দারুণ সুবিধা লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরিজীবীদের বেতনবৃদ্ধি হবে। ব্যবসায়ীরাও প্রচুর মুনাফা লাভ করতে পারবেন। সব মিলিয়ে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল এই রাশির।
advertisement
4/7
তুলা রাশি: জ্যোতিষী পণ্ডিতের মতে, বর্তমানে এই রাশির পঞ্চম ঘরে অবস্থান করছেন শনি গ্রহ। এই পরিস্থিতিতে তুলা রাশির জাতক-জাতিকাদের সম্মান এবং প্রতিপত্তি লাভ হবে। অন্যদিকে, চাকরিজীবীরা যদি চাকরি পরিবর্তনের পরিকল্পনা করেন, তাহলে এই সময় তাতে সফল হবেন। এমনকী, শিক্ষাক্ষেত্রেও তাঁরা সাফল্য পাবেন।
advertisement
5/7
ধনু রাশি: এই রাশির তৃতীয় ঘরে রয়েছেন শনি। যার জেরে এখন সমস্যার মধ্যে রয়েছেন এই রাশির জাতক-জাতিকারা। কিন্তু কিছু সময়ের মধ্যেই তাঁরা সাফল্যের মুখ দেখবেন। সন্তানদের নিয়ে উদ্বেগ থাকলে তা দূর হয়ে যাবে। অনায়াসেই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন।
advertisement
6/7
মকর রাশি: এই রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছেন শনি। যা শুভ ফল দেবে। এই সময় জাতক-জাতিকার সমস্ত ইচ্ছা পূরণ হবে। কোনও কাজ বাকি থাকলে তা-ও সম্পূর্ণ হবে। বৈবাহিক জীবনে কোনও সমস্যা চললে তা-ও কেটে যাবে।
advertisement
7/7
কুম্ভ রাশি: এই  রাশির অধিপতি হলেন ভগবান শনিদেব। বর্তমানে এই রাশিতেই অবস্থান করছেন তিনি। ফলে আর্থিক লাভের মুখ দেখবেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরিজীবীরা নয়া সুযোগ অথবা পদোন্নতি পেতে পারেন। ব্যবসায়ীরাও প্রচুর মুনাফা অর্জন করবেন। সরকারি টেন্ডারের জন্য এই সময় আবেদন করতে পারেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
নিজের রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব; এই ৫টি রাশির জীবনে আসবে অর্থ, সম্মান এবং সৌভাগ্য
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল