TRENDING:

তাম্রপদে শনির গমন, নতুন বছরে অযুত সম্পদের মুখ দেখতে চলেছে এই ৩ রাশি

Last Updated:
ভারতীয় শাস্ত্রে চতুর্বর্গের মধ্যে স্থান পেয়েছে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এর মধ্যে আমাদের সবারই মনে সবথেকে বেশি থাকে অর্থের চিন্তা, টাকা না থাকলে যে এই পার্থিব জীবন অচল। নর্মদাপুরমের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত পঙ্কজ পাঠক এই প্রসঙ্গে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শনিদেবের গোচরের কথা।
advertisement
1/6
তাম্রপদে শনির গমন, নতুন বছরে অযুত সম্পদের মুখ দেখতে চলেছে এই ৩ রাশি
দুর্গেশ সিং রাজপুত, নর্মদাপুরম: হাতে গোনা আর কয়েকটা দিন। তার পরেই শুরু হয়ে যাবে একটা নতুন বছর, সব কিছু আবার যেন শুরু হবে নতুন করে। আসলে, জীবনের প্রবাহে যে কাজ আমরা করে চলি, তাতে হয়তো বিশেষ বদল আসবে না। কিন্তু ভাগ্য সতত পরিবর্তনশীল। ফলে, বছরশেষের মুখে আমরা সবাই সেই হিসেবই মেলাতে বসেছি। দেখে নিচ্ছে এক এক করে কোন খাতে কেমন কেটেছে ২০২৩ সাল। সেই সঙ্গে অধীর আগ্রহে আর কৌতূহলে চোখ রেখেছি ২০২৪ সালের দিকে।
advertisement
2/6
ভারতীয় শাস্ত্রে চতুর্বর্গের মধ্যে স্থান পেয়েছে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এর মধ্যে আমাদের সবারই মনে সবথেকে বেশি থাকে অর্থের চিন্তা, টাকা না থাকলে যে এই পার্থিব জীবন অচল। নর্মদাপুরমের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত পঙ্কজ পাঠক এই প্রসঙ্গে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শনিদেবের গোচরের কথা।
advertisement
3/6
শনি কর্মফলদাতা। যার যেমন কর্ম, তেমনই লাভ-লোকসান। অর্থের প্রসঙ্গও এক্ষেত্রে হিসেবের বাইরে নয়। পণ্ডিত পাঠক এই সূত্রে আমাদের জানিয়েছেন যে জ্যোতিষে শনির গমনকে লৌহ, তাম্র, স্বর্ণ এবং রৌপ্য এই চার ভাগে ভাগ করা হয়। বলা হয়, এর মধ্যে তাম্র এবং রৌপ্য পদে শনিদেবের গমন সর্বাপেক্ষা শুভ। নতুন বছরে শনিদেব তাম্রপদে গমন করবেন তিন রাশিতে, পরিণামে তাঁদের বিত্তবান হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নেওয়া যাক এই প্রসঙ্গে কী বলছেন পণ্ডিত পাঠক।
advertisement
4/6
বৃষ- শনিদেবের তাম্রপদে গমনের ফলে বৃষেরা কেরিয়ার এবং ব্যবসার দিক থেকে বিশেষ ভাবে উপকৃত হবেন, এই দুই ক্ষেত্রই উপার্জনের। ফলে, বলাই যায়, তাঁরা টাকার মুখ দেখতে চলেছেন। কর্মহীনরা এই সময়ে নতুন কাজের খোঁজ পাবেন। কর্মরতদের ভাগ্যে রয়েছে পদোন্নতি এবং বেতনবৃদ্ধি। পরিবারের সঙ্গে সুসময় কাটবে, সেই সূত্রেও পারিবারিক দিক থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে।
advertisement
5/6
কন্যা- কন্যার অধিপতি গ্রহ বুধের সঙ্গে সুসম্পর্ক রয়েছে শনির। তাছাড়াও এই রাশিতে ২০২৪ সাল জুড়ে উচ্চ অবস্থানে থাকবেন শনিদেব। ফলে, বিশেষ করে আইনি বিষয়ে কন্যাদের জয় সুনিশ্চিত হবে, সেই সূত্রে অর্থাগমেরও সম্ভাবনা রয়েছে। ব্যবসা এবং সম্পদ বৃদ্ধি পাবে। এমনকী, নতুন ব্যবসা শুরুর ইঙ্গিতও রয়েছে।
advertisement
6/6
কুম্ভ- এই রাশিতেই হবে শনির গোচর, তাছাড়া তিনি এঁদের অধিপতি গ্রহও বটে। পরিণামে কুম্ভের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যা উপার্জনবৃদ্ধিরও সহায়ক হয়ে উঠবে। লোহা, তেল, খনিজ, জ্বালানি, কালো রঙের কোনও সামগ্রীর ব্যবসায় বিস্তর লাভ হবে। এই সময়ে নতুন যান বা গৃহ ক্রয়ের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগও শনিদেবের কৃপায় অপরিমেয় আর্থিক সাফল্যের মুখ দেখাবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
তাম্রপদে শনির গমন, নতুন বছরে অযুত সম্পদের মুখ দেখতে চলেছে এই ৩ রাশি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল