Shani Dev: শনিদেবের আশীর্বাদে ভাগ্যোদয় হতে চলেছে এই তিন রাশির! দেখে নিন আপনি তাঁদের মধ্যে রয়েছেন কি না
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
২০২৩ সালের জানুয়ারি মাসে এই গ্রহ নিজের রাশি কুম্ভতে গোচর করেছেন। ২০২৫ সাল পর্যন্ত সেখানেই থাকবেন। এই সময় কোনও কোনও মানুষের জীবনে সাফল্য আসতে পারে। জেনে নেওয়া যাক সেগুলো কোন রাশি ৷
advertisement
1/5

ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে মহাকাশে গ্রহ, নক্ষত্রের স্থান পরিবর্তনের ফলে প্রভাব পড়ে মানুষের জীবনে। এক একটি গ্রহ এক এক সময় রাশি পরিবর্তন করে থাকেন। তাঁদের গতিও সমান নয়। সেই অনুযায়ী সব থেকে ধীর গতির গ্রহ হলেন শনি, এমনই মনে করে ভারতীয় জ্যোতিষশাস্ত্র।
advertisement
2/5
আড়াই বছর অন্তর তিনি রাশি পরিবর্তন করেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে এই গ্রহ নিজের রাশি কুম্ভতে গোচর করেছেন। ২০২৫ সাল পর্যন্ত সেখানেই থাকবেন। এই সময় কোনও কোনও মানুষের জীবনে সাফল্য আসতে পারে। জেনে নেওয়া যাক সেগুলো কোন রাশি!
advertisement
3/5
মেষ- এই রাশির জাতক-জাতিকার জন্য শনির গোচর শুভ। শনি এই রাশির একাদশ ঘরে প্রবেশ করেছেন, তাই সম্পদ বৃদ্ধি হতে পারে। চাকরি বা ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ পাওয়া যাবে। বিবাহ বা সন্তান লাভের যোগ আছে। তবে মেজাজ সংযত রাখতে হবে। কোলেস্টেরলের সমস্যা থাকলে সতর্ক হতে হবে।
advertisement
4/5
বৃষ- এই রাশির জন্যও শনির গোচর খুব শুভ। এই রাশির দশম ঘরে প্রবেশ করেছেন এই গ্রহ। নিজের সততা ও পরিশ্রমের দ্বারাই জীবনের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে। নতুন কাজ শুরু করা যেতে পারে। ৩০ বছরের কমবয়সীরা কর্মজীবনে এগিয়ে যাবেন। নতুন চাকরি মিলতে পারে। বিদেশ থেকে সাহায্য আসতে পারে।
advertisement
5/5
তুলা- এই রাশির সপ্তম ঘরে শনি অবস্থান করায় তুলা রাশির জাতক-জাতিকার জন্যও এই গোচর শুভ হতে চলেছে। এই রাশির জাতক-জাতিকার স্ত্রী বা স্বামীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। এমনকী তাঁদের প্রভাবেই জীবনসঙ্গীর নানা দিকে উন্নতি হবে এই সময়। উভয়ের সৌভাগ্য অক্ষুণ্ণ থাকবে। অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। উপার্জিত অর্থ সঞ্চয় করা সম্ভব হবে। কেরিয়ারে ভাল সুযোগ মিলতে পারে। অংশীদারিত্বের কাজে ভাল ফল মিলতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Dev: শনিদেবের আশীর্বাদে ভাগ্যোদয় হতে চলেছে এই তিন রাশির! দেখে নিন আপনি তাঁদের মধ্যে রয়েছেন কি না