Shani Gochar in Kumbh Effects of Sade Sati: ২৪ ঘণ্টা পরে শনির রাশি পরিবর্তন, ৩০ বছর পরে বিরাট ঘটনা, কপাল পুড়বে পাঁচ রাশির
- Published by:Arjun Neogi
Last Updated:
Shani Gochar in Kumbh effects of Sade Sati: স্বাস্থ্য থেকে টাকা পয়সা, খুব সাবধানে থাকুন, বিপদ আর চাপ দুটোই বাড়বে
advertisement
1/18

গ্রহের সংসারে শনিদেব হলেন ন্যায়ের দেবতা ৷ শনির গতি অত্যন্ত ধীর, তিনি আড়াই পছর পরে রাশি পরিবর্তন করতে চলেছেন আর তিরিশ বছর পরে নিজের ত্রিকোণ রাশি কুম্ভতে প্রবেশ করবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/18
আগামিকাল অর্থাৎ ১৭ জানুয়ারি শনি প্রবেশ করতে চলেছেন কুম্ভতে ৷ এরফলেই পাঁচ রাশির খারাপ দিন আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/18
এরফলেই তিন রাশির জাতক-জাতিকারা সাড়ে সাতি ও দুই রাশির মানুষেরা ভুগবেন ঢাইয়ার মহাচাপে ৷ মিথুন রাশির জাতক-জাতিকারা ঢাইয়া থেকে মুক্তি পাবেন ৷ শনি ভাগ্য প্রভাবিত করবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/18
এবার দেখে নেওয়া যাক কোন রাশিতে প্রভাব পড়বে ৷ কীরকমের হবে সমস্ত পরিস্থিতি? প্রতীকী ছবি ৷
advertisement
5/18
কর্কট রাশির জাতক-জাতিকারা পড়বেন চাপে ঢাইয়ার চাপ আসতে চলেছে তাঁদের জীবনে ৷ চাপ বাড়বে শরীরের দিকে খেয়াল দিন এবার ৷ পরিবারের সমস্যায় জর্জরিত হবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/18
কর্মক্ষেত্রে সাবধানে থাকুন ৷ কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন ৷ টাকা পয়সার ব্যাপারে সতর্ক থাকুন ৷ খরচ করুন বুঝে শুনে ৷ টাকা পয়সার এমনই পরিস্থিতি হবে যাতে ঋণ নেওয়ার পরিস্থিতি আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/18
এই সমস্যা থেকে রেহাই পেতে প্রতিদিন ওমঃ প্রা প্রি প্রো স শনয় নমঃ প্রতিদিন জপ করুন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/18
শনি কুম্ভতে প্রেবেশের ফলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা ঢাইয়ার বশবর্তী হবেন ৷ বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে শনির বাস হবে ৷ এই সময় ভাল কাটবেনা ৷ হার্ট বা বুকের সমস্যা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/18
খাবার দাবার সঠিক ভাবে করুন ৷ সম্পত্তি নিয়ে বিবাদে পড়তে পারেন ৷ বাঁধাধরা জায়গা থেকে আয় করা মুশকিল হয়ে যাবে ৷ পবনপুত্র হনুমানের উপাসনা করুন শনি-মঙ্গলবার সুন্দর কাণ্ড পাঠ করুন চাপ কমবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/18
শনিদেব মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন ৷ তবুও মকর রাশির জাতক-জাতিকারা পাবেন না ছাড় ৷ মান সম্মান নিয়ে সতর্ক থাকুন ৷ শরীর সংক্রান্ত সমস্যা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/18
লাগতে পারে চোট আঘাতও ৷ বাড়ি শান্তি বজায় থাকবে ৷ ক্লেশ বাড়তে থাকবে ৷ চাকরিজীবীরা মধ্যম ফল পাবেন ৷ হালকা ভাবে কোনও কাজই নেবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/18
সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, তবে তার আগে বিশেষজ্ঞর পরামর্শ আবশ্যিক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/18
শনি গোচরের ফলে মীন রাশির জাতক-জাতিকারা আরও চাপে পড়বেন ৷ কেননা সাড়ে সাতির প্রথম দফা শুরু হচ্ছে ৷ যাত্রায় কোনও ফল পাবেন না ৷ স্বাস্থ্য চিন্তাতেই রাখবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/18
পুরনো রোগ ফিরে আসতে পারে ৷ বাক সংযম রাখুন, বুঝে শুনে বলুন কথাবার্তা ৷ চাকরিজীবীদের ট্রান্সফার বা স্থানান্তর হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/18
ব্যবসা বাণিজ্যের বিস্তারের কথা মাথায় এলেও ছেড়ে দিন এখন ৷ প্রতিদিন বটগাছে জল দিন, আর প্রতি শনিবার সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালান বটগাছের নীচে ৷ ফল পাবেন, স্বস্তি পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/18
কুম্ভতে শনি প্রবেশ করতেই মিথুন রাশির জাতক-জাতিকারা ঢাইয়া থেকে মুক্তি পাবেন ৷ আয় বজায় থাকবে ৷ কিন্তু খরচ সংক্রান্ত বিষয়ে সাবধান হয়ে যান ৷ নতুন বিনিয়োগের বিষয়ে ভাবনা চিন্তা করলে এখন থেমে যান ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/18
পাঁচ রতি বা তার থেকে বেশি নীলা ধারণ করতে পারেন, তবে বিশেষজ্ঞর থেকে পরামর্শ নিয়ে তবে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
18/18
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা বা অনুরোধও করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই ব্যবহারিক প্রয়োগ করুন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Gochar in Kumbh Effects of Sade Sati: ২৪ ঘণ্টা পরে শনির রাশি পরিবর্তন, ৩০ বছর পরে বিরাট ঘটনা, কপাল পুড়বে পাঁচ রাশির