Shani Gochar 2025: আগামী আড়াই বছর ৫ রাশির জন্য হতে চলেছে ভয়ঙ্কর কঠিন সময়! শনির ক্রোধে পাবেন চরম কষ্ট, ছারখার হবে শান্তি, জলের মতো খসবে অর্থ
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Shani Gochar 2025: আড়াই বছর পর শনি গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে এবং এর ফলে ৫টি রাশির জন্য কঠিন সময় শুরু হবে। ২৯ মার্চ ২০২৫-এ শনি গোচর হওয়ার সাথে সাথে এই রাশিগুলোর ওপর সাড়ে সাতি ও ধৈয়া শুরু হবে, যা অত্যন্ত কষ্টদায়ক বলে মনে করা হয়। জেনে নিন কোন রাশির জাতকদের আগামী আড়াই বছর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।
advertisement
1/12

আড়াই বছর দেবে কষ্ট সাড়ে সাতি ও ধৈয়ার প্রভাবে জাতকদের প্রচুর সমস্যা ও কষ্টের সম্মুখীন হতে হয়। শনি মীন রাশিতে আড়াই বছর অবস্থান করবে এবং এই ৫টি রাশির জাতকদের জন্য দুর্ভোগ ও ক্ষতি নিয়ে আসবে।
advertisement
2/12
মেষ (Aries) শনি গোচরের সঙ্গে সঙ্গেই মেষ রাশির জাতকদের জন্য সাড়ে সাতির প্রথম ধাপ শুরু হবে, যা অত্যন্ত কষ্টদায়ক হতে পারে।
advertisement
3/12
ব্যবসায় বাধা আসবে, চাকরির ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। কাছের মানুষরাই বিরোধিতা করতে পারে। এই রাশির জন্য শনির কঠিন শাস্তি অপেক্ষা করছে, যা শারীরিক কষ্টও দিতে পারে।
advertisement
4/12
সিংহ (Leo) সিংহ রাশির জাতকদের জন্য শনি ধৈয়া শুরু হবে। শনি লোহার পায়ায় থাকবে, যা মায়ের জন্য কষ্টদায়ক হতে পারে।
advertisement
5/12
স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, আঘাত বা দুর্ঘটনা ঘটতে পারে। প্রচুর পরিশ্রম করতে হতে পারে, শত্রুরা সক্রিয় থাকবে এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
advertisement
6/12
ধনু (Sagittarius) ধনু রাশির জাতকদের জন্যও শনি ধৈয়া শুরু হবে, যা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আনতে পারে।
advertisement
7/12
মানসিক চাপ বাড়বে, পরিবারে কলহ-বিবাদ দেখা দিতে পারে। অর্থের অপচয় হবে। শনি ‘লোহার পায়া’ থাকবে, যা স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা আনতে পারে।
advertisement
8/12
কুম্ভ (Aquarius) কুম্ভ রাশির জাতকদের জন্য এটি সাড়ে সাতির শেষ ধাপ হবে। প্রথম দিকে কষ্ট বেশি হলেও শেষ পরিণতি ভালো হতে পারে।
advertisement
9/12
গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এবং দ্রুত কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
advertisement
10/12
মীন (Pisces) মীন রাশির জাতকদের জন্য সাড়ে সাতির দ্বিতীয় ধাপ চলবে, যা সবচেয়ে বেশি কষ্টদায়ক বলে মনে করা হয়। শনি মীন রাশিতে থেকে রাহুর সঙ্গে যোগ করে ‘পিশাচ যোগ’ গঠন করবে, যা প্রচণ্ড দুর্ভোগ নিয়ে আসতে পারে।
advertisement
11/12
চলতে থাকা কাজ ব্যাহত হবে, সফলতা হাতছাড়া হতে পারে। শারীরিক ও মানসিক কষ্ট থাকবে, কর্মজীবনে বাধার সম্মুখীন হতে হতে পারে।
advertisement
12/12
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Gochar 2025: আগামী আড়াই বছর ৫ রাশির জন্য হতে চলেছে ভয়ঙ্কর কঠিন সময়! শনির ক্রোধে পাবেন চরম কষ্ট, ছারখার হবে শান্তি, জলের মতো খসবে অর্থ