বৃহস্পতির কর্কট প্রবেশে শনিদেবের কৃপায় ভাগ্য খুলবে কাদের? সম্পর্ক থেকে চাকরি হাত ছোঁয়ালেই মালামাল কারা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
গত মার্চ মাসে শনিদেব মীন রাশিতে প্রবেশ করার পর থেকেই কিছু রাশির জীবনে শুরু হয়েছে শনিদোষের প্রভাব। যাঁদের রাশিতে শনিদোষ রয়েছে, তাঁদের জীবনে নানা বাধা-বিপত্তি, অর্থনৈতিক সংকট, সম্পর্কের টানাপোড়েন ও কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দেয়। বর্তমানে মেষ, কুম্ভ ও মীন রাশির রয়েছে প্রথম শনি, সিংহ রাশির অষ্টম শনি, কন্যা রাশির সপ্তম শনি, আর ধনু রাশির দ্বিতীয় শনি চলছে।
advertisement
1/9

গত মার্চ মাসে শনিদেব মীন রাশিতে প্রবেশ করার পর থেকেই কিছু রাশির জীবনে শুরু হয়েছে শনিদোষের প্রভাব। যাঁদের রাশিতে শনিদোষ রয়েছে, তাঁদের জীবনে নানা বাধা-বিপত্তি, অর্থনৈতিক সংকট, সম্পর্কের টানাপোড়েন ও কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দেয়। বর্তমানে মেষ, কুম্ভ ও মীন রাশির রয়েছে প্রথম শনি, সিংহ রাশির অষ্টম শনি, কন্যা রাশির সপ্তম শনি, আর ধনু রাশির দ্বিতীয় শনি চলছে।
advertisement
2/9
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই মাসের ১৯ তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে মীন রাশিস্থ শনিকে দৃষ্টি দেওয়ায় শনির অশুভ প্রভাব থেকে মুক্তি মিলবে এই ছয় রাশির। এই শুভ সময় চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময় তাঁদের জীবনে আসবে স্বস্তি, সাফল্য ও অপ্রত্যাশিত সুখবর।
advertisement
3/9
মেষ রাশিশনিদেবের দ্বাদশ স্থানে গমন হওয়ায় শনিমাসের শুরুতেই মেষ রাশির জাতকরা ভোগ করছেন শনিদোষের প্রভাব। এই সময় কর্মে বিঘ্ন, পরিশ্রমের তুলনায় ফলের অভাব ও অযথা খরচের পরিমাণ বেড়ে যেতে পারে। তবে শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি শনির ওপর থাকায় এই বাধাগুলি ধীরে ধীরে দূর হবে। সামান্য প্রচেষ্টাতেই আয়ের উৎস বাড়বে এবং সব কাজে সাফল্য মিলবে।
advertisement
4/9
সিংহ রাশিঅষ্টম স্থানে শনির অবস্থান সিংহ রাশির জন্য অষ্টম শনির প্রভাব বয়ে আনছে। কাজের চাপ, অপ্রত্যাশিত খবর ও আয়ে ঘাটতি দেখা দিতে পারে। দাম্পত্য ও পারিবারিক সম্পর্কে কিছুটা অশান্তিও থাকতে পারে। তবে বৃহস্পতির শুভ দৃষ্টি শনির অশুভ প্রভাব কমিয়ে দেবে। ফলস্বরূপ কর্মক্ষেত্রে উন্নতি, আয়ের বৃদ্ধি ও জীবনে স্থিতি ফিরে আসবে। দাম্পত্য জীবনে অপ্রত্যাশিত সুখও আসতে পারে।
advertisement
5/9
কন্যা রাশিকন্যা রাশির সপ্তম স্থানে শনির গমন বিলম্ব ও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিবাহ বা সম্পর্কের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। প্রচুর পরিশ্রম করেও ফল তুলনামূলক কম মিলবে। তবে বৃহস্পতির দৃষ্টি এই সময়ে শুভ ফল বয়ে আনবে। জীবনে স্থিতি, আনন্দ ও পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকেও উন্নতি হবে।
advertisement
6/9
ধনু রাশিধনু রাশির জন্য চলছে আড়ষ্টম শনি। এতে পারিবারিক সুখ কিছুটা কমে যেতে পারে। সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। তবে বৃহস্পতির শুভ প্রভাব শনির শক্তিকে ইতিবাচকভাবে রূপান্তর করবে। সামান্য প্রচেষ্টায় আয় বৃদ্ধি পাবে এবং জীবনে নতুন সুযোগ আসবে।
advertisement
7/9
কুম্ভ রাশিদ্বিতীয় স্থানে শনির প্রভাব এই রাশির জাতকদের আর্থিক ও পারিবারিক জীবনে চ্যালেঞ্জ আনতে পারে। আয় বাড়ানোর প্রচেষ্টায় বাধা, পারিবারিক ব্যয় বৃদ্ধি ও সামান্য অসুস্থতার আশঙ্কা থাকবে। তবে বৃহস্পতির আশীর্বাদে শনির অশুভ প্রভাব দূর হবে, আয় বৃদ্ধি পাবে ও পারিবারিক জীবনে আনন্দ ফিরে আসবে।
advertisement
8/9
মীন রাশিনিজ রাশিতেই শনির অবস্থান থাকায় মীন রাশির জাতকরা কর্মক্ষেত্রে সাফল্যের অভাব ও পদোন্নতিতে বিলম্বের মুখে পড়তে পারেন। জীবনে অগ্রগতি থমকে যেতে পারে। তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি শনির ওপর পড়ায় জীবনে অপ্রত্যাশিত সাফল্য, আয় বৃদ্ধি এবং আর্থিক ও ব্যক্তিগত সমস্যা থেকে মুক্তি মিলবে।
advertisement
9/9
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার ও বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
বৃহস্পতির কর্কট প্রবেশে শনিদেবের কৃপায় ভাগ্য খুলবে কাদের? সম্পর্ক থেকে চাকরি হাত ছোঁয়ালেই মালামাল কারা?