Shani Gochar 2025: হোলির পরে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে শনি, বদলে যেতে চলেছে এই তিন রাশির জাতক-জাতিকার ভাগ্য
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
চলতি বছর হোলি পড়েছে আগামী ১৪ মার্চ ২০২৫ তারিখে। এদিকে প্রায় আড়াই বছর সময় ধরে মীন রাশিতে অবস্থান করবেন শনি। আর মীন রাশিতে শনির প্রবেশের ফলে মেষ থেকে মীন পর্যন্ত রাশিচক্রের প্রত্যেকটি রাশির জাতক-জাতিকার উপরেই এর প্রভাব পড়বে।
advertisement
1/5

সামনে মাসেই তো রঙের উৎসব হোলি। আর হোলির পরে দীর্ঘ প্রায় তিরিশ বছর পরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনি গ্রহ। আর শনির মীন গোচর ঘটতে চলেছে আগামী ২৯ মার্চ ২০২৫ তারিখে। আর চলতি বছর হোলি পড়েছে আগামী ১৪ মার্চ ২০২৫ তারিখে। এদিকে প্রায় আড়াই বছর সময় ধরে মীন রাশিতে অবস্থান করবেন শনি। আর মীন রাশিতে শনির প্রবেশের ফলে মেষ থেকে মীন পর্যন্ত রাশিচক্রের প্রত্যেকটি রাশির জাতক-জাতিকার উপরেই এর প্রভাব পড়বে। কোনও কোনও রাশি ব্যবসায় উন্নতি করবে, তো কোনও কোনও রাশির জাতক-জাতিকা আবার চাকরি পাবেন। শুধু তা-ই নয়, কোনও কোনও রাশির জন্য আবার তৈরি হবে আর্থিক লাভের সুযোগও। শনির মীন গোচরের ফলে কোন কোন রাশির জাতক-জাতিকারা উপযোগিতা লাভ করতে পারবেন, সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
2/5
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শনির গোচর খুবই শুভ হতে চলেছে। কর্ম ভাবে গোচর করবেন শনি। আর শনির প্রভাবে চাকরির পরিস্থিতি ভাল থাকবে। আয়বৃদ্ধির পাশাপাশি পদোন্নতিও পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের অপেক্ষা শেষ হতে চলেছে। ব্যবসায়ীরা মুনাফাজনক চুক্তি পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকারা কাজে সাফল্যও লাভ করতে পারেন।
advertisement
3/5
ধনু রাশি: শনির রাশি পরিবর্তন ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে। কারণ এই রাশির চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছেন শনি। আর এই গ্রহের প্রভাবে ধনু রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবন ভাল হবে। এই রাশির জাতক-জাতিকাদের জমি, সম্পত্তি এবং যানবাহনের আনন্দ বৃদ্ধি পাবে। এমনকী তাঁদের বস্তুগত আরামও বৃদ্ধি পাবে। এই সময় ধনু রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা মজবুত হবে। এমনকী মা-বাবার সঙ্গে তাঁদের সম্পর্কও মজবুত হবে।
advertisement
4/5
মকর রাশি: শনির এই গোচর মকর রাশির জাতক-জাতিকাদের জন্য উপযোগী প্রমাণিত হতে চলেছে। এই রাশির তৃতীয় ঘরে প্রবেশ করতে চলেছেন শনি। এর জেরে মকর রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। হাতে হঠাৎ করেই টাকাপয়সা আসতে পারে। আবার কোথাও আটকে থাকা বা বকেয়া টাকা পুনরুদ্ধার করতে পারেন। এই সময় মকর রাশির জাতক-জাতিকারা ব্যবসার সম্প্রসারণ করতে পারেন। এই রাশির জাতক-জাতিকারা নিজের বাবার থেকে সমর্থন বা সহায়তা পেতে পারেন।
advertisement
5/5
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Gochar 2025: হোলির পরে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে শনি, বদলে যেতে চলেছে এই তিন রাশির জাতক-জাতিকার ভাগ্য