Shani : ৩০ বছর পরে শনিতে তৈরি হচ্ছে ত্রিকোণ রাজযোগ; ভাগ্য বদলে যাবে এই রাশির জাতক-জাতিকাদের
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Shani Trikon Rajyoga: জেনে নেওয়া যাক শনিতে তৈরি রাজযোগে কোন কোন রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন।
advertisement
1/5

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিকে রাশিচক্রের সবচেয়ে ধীরগতির গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। শনির অবস্থান পরিবর্তন সমস্ত রাশির জাতক-জাতিকাদেরই প্রভাবিত করে। এর প্রভাব শুভ এবং অশুভ উভয়ই হতে পারে। যাঁদের কুণ্ডলীতে এই গ্রহ শুভ অবস্থানে থাকেন, তাঁরা শনিদেবের কৃপায় অত্যন্ত ভাল ফলাফল লাভ করেন। কিন্তু যাঁদের কুণ্ডলীতে অশুভ অবস্থানে থাকেন শনি, তাঁদের লড়াই করতে হয় জীবনভর। বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন।
advertisement
2/5
কুম্ভ রাশিতে থাকাকালীন, শনির কেন্দ্রে ত্রিকোণ রাজযোগ তৈরি হয়েছে। এটি অনেক রাশির জন্যই গুরুত্বপূর্ণ। শনিদেব গত ৩০ বছরের দীর্ঘ ব্যবধানের পরে কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ নামে একটি বিশেষ যোগ গঠন করেছেন। এবারে জেনে নেওয়া যাক শনিতে তৈরি রাজযোগে কোন কোন রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন।
advertisement
3/5
বৃষ রাশি-কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ বৃষ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। এই যোগ তাঁদের জন্য খুবই শুভ। বৃষ রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে উন্নতি এবং নতুন কাজের সুযোগ পাবেন। জাতক-জাতিকাদের পারিবারিক সমস্যা দূর হবে, আর্থিক সমস্যার সমাধান হবে এবং তাঁদের বিভিন্ন প্রচেষ্টা সফল হবে।
advertisement
4/5
সিংহ রাশি-কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য নানা ভাবে পারিবারিক সুবিধা দেবে। জাতক-জাতিকাদের পেশাগত জীবনে সাফল্য আসবে এবং তাঁদের সুনাম বৃদ্ধি হবে। আইনি বিষয়ের ক্ষেত্রেও এই যোগ শুভ প্রমাণিত হতে পারে। কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ জাতক-জাতিকাদের জন্য উল্লেখযোগ্য আর্থিক লাভের সুবিধা দেবে, এই সময় ধনপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে।
advertisement
5/5
কুম্ভ রাশি- কুম্ভ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা এই সময় আত্মবিশ্বাস এবং বিবিধ কৌশলী ক্ষমতার অধিকারী হবেন। এই রাজযোগ তাঁদের বৈবাহিক জীবনে সম্প্রীতি আনবে, যে কোনও অমীমাংসিত সমস্যার সমাধান করবে। অন্যান্য রাশির জাতক-জাতিকাদেরকে আরও আকৃষ্ট করবে তাঁদের প্রতি। এই সময় জাতক-জাতিকাদের ভাগ্যের উন্নতি হবে। শনির কৃপায় জাতক-জাতিকারা নতুন আয়ের সুযোগ পাবেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani : ৩০ বছর পরে শনিতে তৈরি হচ্ছে ত্রিকোণ রাজযোগ; ভাগ্য বদলে যাবে এই রাশির জাতক-জাতিকাদের