TRENDING:

Shani Gochar 2023: আর মাত্র ক'দিন! শনির অবস্থান পরিবর্তনে তৈরি হতে চলেছে বিশেষ যোগ! কারা কারা লাভবান হবেন এতে?

Last Updated:
Shani Gochar 2023: শনি তার রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধনু রাশিতে চলমান সাড়ে সাতির অবসান ঘটবে। এর পরে মকর রাশিতে অন্তিম ঢাইয়া, কুম্ভ রাশিতে দ্বিতীয় ঢাইয়া এবং মীন রাশির প্রথম ঢাইয়া শুরু হবে। মিথুন, সিংহ ও তুলা রাশির জাতক-জাতিকারা ঢাইয়া থেকে মুক্তি পাবেন।
advertisement
1/16
শনির অবস্থান পরিবর্তনে তৈরি হতে চলেছে বিশেষ যোগ! কারা কারা লাভবান হবেন এতে?
ভারতীয় জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের অধীনে শক্তির চূড়ান্ত অধিপতি হিসাবে বিবেচিত হন শনিদেব। আগামী ১৭ জানুয়ারি মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন তিনি। শনি তাঁর রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধনু রাশিতে চলমান সাড়ে সাতির অবসান ঘটবে। এর পরে মকর রাশিতে অন্তিম ঢাইয়া, কুম্ভ রাশিতে দ্বিতীয় ঢাইয়া এবং মীন রাশির প্রথম ঢাইয়া শুরু হবে। মিথুন, সিংহ ও তুলা রাশির জাতক-জাতিকারা ঢাইয়া থেকে মুক্তি পাবেন।
advertisement
2/16
জ্যোতিষাচার্য পন্ডিত অমর ডাব্বাওয়ালা জানিয়েছেন, পঞ্জিকার গণনা অনুসারে, ধর্ম, আধ্যাত্মিকতা, সংস্কৃতি, শক্তি, নেতৃত্ব, ব্যবসায়িক উন্নতি, অর্থনৈতিক উন্নতি এবং ভাগ্যের কারক হিসাবে বিবেচিত শনি আগামী কয়েকদিনে, সূর্যদেবের মকর রাশিতে অধিষ্ঠানজনিত সংক্রান্তির প্রায় পর পরই কুম্ভ রাশিতে অবস্থান করবেন। সূর্যদেব মকর রাশিতে এলেও মকর রাশি ছেড়ে আগামী ১৭ জানুয়ারি, ২০২৩ তারিখে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। এই রাশিতে শনির প্রভাব ইতিবাচক। গত আড়াই বছর ধরে মকর রাশিতে অবস্থানকালীন শনির এবার বিপরীতমুখী গতি শুরু হবে। শনি কুম্ভ রাশিতে প্রবেশের পর পার্থিব দৃশ্যপট বদলে যাবে। ধর্ম, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির প্রতি জনসাধারণের বিশেষ মনোযোগ থাকবে থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, ৩০ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন শনি।
advertisement
3/16
ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, নবগ্রহে এমন কিছু দেবতা রয়েছেন যাঁদের শনৈশ্চর বলা হয়। অর্থাৎ তাঁরা ধীর গতিতে নিজেদের অবস্থান পরিবর্তন করেন। শনি যে কোনও রাশিচক্রে আড়াই বছর ধরে অবস্থান করে ধীরে ধীরে নিজের স্থান পরিবর্তন করেন।
advertisement
4/16
শনি গোচর ২০২৩: দেশে কী প্রভাব পড়বে: শনি দেবের অবস্থান পরিবর্তনে উজ্জয়িনীর বিকাশ ত্বরান্বিত হবে। বৃষ রাশিতে উজ্জয়িনীর অবস্থানের কারণে বা বৃষ রাশির উপস্থিতির কারণে শনির অবস্থান পরিবর্তনে একটি বিশেষ পরিস্থিতি তৈরি হতে চলেছে। শনি কুম্ভ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উজ্জয়িনীতে ব্যবসার নতুন নতুন পরিসর তৈরি হবে। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই সময়টা চলবে প্রায় আড়াই বছর, আড়াই বছর পর আবার পরিস্থিতির বদল হবে। এবারে দেখে নেওয়া যাক ১২টি রাশিতে শনির এই পরিবর্তন কীরকম শুভ বা অশুভ ফল বয়ে আনতে চলেছে।
advertisement
5/16
মেষ রাশি- মেষ রাশির জাতক-জাতিকাদের আকস্মিক আর্থিক লাভের সুযোগ থাকবে। নতুন ব্যবসায়িক দিশার সূচনা হতে পারে।
advertisement
6/16
বৃষ রাশি- কোনও রাজনৈতিক পদ বা রাষ্ট্রীয় কোনও ব্যক্তির কাছ থেকে জাতক-জাতিকারা বিশেষ সাহায্য পেতে পারেন।
advertisement
7/16
মিথুন রাশি– এই রাশিতে শনির অবস্থান শেষ হতে চলেছে, ফলে জাতক-জাতিকারা শারীরিক দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাবেন। জীবনের প্রতি আশা বাড়বে।
advertisement
8/16
কর্কট রাশি- এই রাশিতে ঢাইয়ার নতুন যোগ শুরু হওয়ায় জীবনে অস্থিরতা বাড়বে। বিচার-বিবেচনাতেও নতুন দৃষ্টিভঙ্গি দেখা দেবে।
advertisement
9/16
সিংহ রাশি- শনির স্থান পরিবর্তনে সিংহ জাতক-জাতিকাদের জীবনে ধার্মিক বিষয়ের প্রতি মনোযোগ বাড়বে। এতে জীবনের ভারসাম্য বজায় থাকবে।
advertisement
10/16
কন্যা রাশি- শনির অবস্থান পরিবর্তন কন্যা জাতক-জাতিকাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে, তাই তাঁদের স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হতে হবে। সেই সঙ্গে সামাজিক সম্পর্ক ও পারিবারিক সম্পর্কের দিকেও যত্ন দেওয়ার প্রয়োজন রয়েছে।
advertisement
11/16
তুলা রাশি- এই রাশিতে শনির অবস্থান পরিবর্তনের ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। শনির প্রভাবে থেমে যাওয়া কাজ শুরু হবে, জাতক-জাতিকাদের জীবনে সামাজিক প্রভাব বা প্রতিপত্তির সুযোগও বাড়বে।
advertisement
12/16
বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা এই সময়ে বিভিন্ন ক্ষেত্রে সম্পত্তি বা সম্পদ বৃদ্ধির আস্বাদ অনুভব করবেন, জাতক-জাতিকারা যানবাহন বা সম্পত্তি থেকেও আর্থিক ভাবে লাভবান হতে পারেন।
advertisement
13/16
ধনু রাশি- এই রাশিতে শনির সাড়ে সাতির প্রভাব শেষ হতে চলেছে। ধনু জাতক-জাতিকারা এবার থেকে জীবনে অন্যরকম অনুভূতির স্বাদ পাবেন।
advertisement
14/16
মকর রাশি- এই রাশিতে শনির অবস্থান পরিবর্তনে অন্তিম ঢাইয়া শুরু হতে চলেছে। এর ফলে জাতক-জাতিকারা নানা ভাবে উপকৃত হবে। জাতক-জাতিকাদের জীবনে কাজের গতি বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে নতুন উচ্চতার আস্বাদ মিলবে।
advertisement
15/16
কুম্ভ রাশি- শনির অবস্থান পরিবর্তনে এই রাশিতে ঢাইয়ার দ্বিতীয়ার্ধ শুরু হতে চলেছে। এই কারণে জাতক-জাতিকাদের আইনগত পরিস্থিতি থেকে সাবধান ও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।
advertisement
16/16
মীন রাশি- এই রাশিতে সাড়ে সাতির সূচনা হতে চলেছে। অর্থাৎ এই রাশিতে প্রথম পর্বের ঢাইয়া শুরু হবে। তাই এই সময় জাতক-জাতিকাদের অতিরিক্ত চিন্তা-ভাবনা এড়িয়ে স্বাস্থ্যের যত্ন নেওয়া আবশ্যক।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Gochar 2023: আর মাত্র ক'দিন! শনির অবস্থান পরিবর্তনে তৈরি হতে চলেছে বিশেষ যোগ! কারা কারা লাভবান হবেন এতে?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল