Shani Gochar 2023: শনিদেব বক্রী হচ্ছেন ১৭ জুন, ভয়ঙ্কর দিন আসতে চলেছে এই কয়েক রাশির!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
জাতক-জাতিকার কুণ্ডলীতে যদি শনি উচ্চ অবস্থানে থাকেন, তাহলে তাঁর আশীর্বাদ জাতক-জাতিকার উপর বজায় থাকে। সমস্ত রাশির জীবনে শনির দশা, মহাদশা, সাড়ে সাতি এবং ঢাইয়ার প্রভাব দেখা যেতে পারে।
advertisement
1/8

শনির গোচর শুরু হয়েছে। এই বছরই শনিদেব নিজ রাশি কুম্ভে গমন করেছেন। ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে শনিদেব হলেন ন্যায় দণ্ডের অধিপতি। তিনি পৃথিবীর মানুষের কর্মফল বিচার করেন।
advertisement
2/8
জাতক-জাতিকার কুণ্ডলীতে যদি শনি উচ্চ অবস্থানে থাকেন, তাহলে তাঁর আশীর্বাদ জাতক-জাতিকার উপর বজায় থাকে। সমস্ত রাশির জীবনে শনির দশা, মহাদশা, সাড়ে সাতি এবং ঢাইয়ার প্রভাব দেখা যেতে পারে।
advertisement
3/8
আগামী ১৭ জুন থেকে শনি কুম্ভ রাশিতে বক্রী হচ্ছেন। এর প্রভাবও সমস্ত রাশির উপর দেখা যাবে। শনির এই বিপরীতমুখী অবস্থান চলবে ৪ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।
advertisement
4/8
এই সময়ে, বিশেষ করে চারটি রাশির জাতক-জাতিকাদের বিশেষ সতর্ক থাকা দরকার। কারণ এঁদের উপর শনির বক্রী গতির অশুভ প্রভাব পড়তে পারে। তবে কিছু আচার পালন করলে শনির অশুভ প্রভাব থেকে বাঁচা যেতে পারে বলে মনে করে ভারতীয় জ্যোতিষ। দেখে নেওয়া যাক কোন কোন রাশিকে থাকতে হবে সতর্ক—
advertisement
5/8
মেষ: ১৭ জুন থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই রাশির জীবনে অনেক সমস্যা আসতে পারে। জাতক-জাতিকা মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজে প্রতিনিয়ত বাধা আসবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অস্থিরতা, ব্যবসায়ও ক্ষতির আশঙ্কা রয়েছে। ভগবান শিবের আরাধনা করলে এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
advertisement
6/8
কর্কট: এই রাশির জাতক-জাতিকাদের জন্যও এই সময় সমস্যা তৈরি হতে পারে। বিশেষত গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। চাকরিজীবীদের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতে পারে। এমন অবস্থায় মা দুর্গার স্তব করলে উপকার হতে পারে।
advertisement
7/8
তুলা: শনির বক্রী গতি তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অনেক সমস্যা নিয়ে আসতে পারে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁদের জন্য এই সময়টি উপযুক্ত নয়। কর্মক্ষেত্রে পরিবর্তন ক্ষতিকারক হতে পারে। পিতামাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। প্রতিদিন গণেশের পূজা এবং প্রতি বুধবার উপবাস করলে সাফল্য আসবে।
advertisement
8/8
কুম্ভ: এই সময় নিজের রাশিতেই রয়েছেন শনিদেব। ফলে তাঁর বক্রী গতি এই রাশির জাতক-জাতিকাদের চরম মানসিক যন্ত্রণা দিতে পারে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বহুবার ভেবে দেখতে হবে। বিবাহিত জীবনে সমস্যা তৈরি হতে পারে। পরিবারের মধ্যেই মতবিরোধ তৈরি হতে পারে। সুরাহা পেতে ভগবান শিবের রুদ্রাভিষেক ও প্রতিদিন শিব তাণ্ডব স্তোত্র পাঠ করা উচিত। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Gochar 2023: শনিদেব বক্রী হচ্ছেন ১৭ জুন, ভয়ঙ্কর দিন আসতে চলেছে এই কয়েক রাশির!