Shani Gochar 2023: নিজ রাশিতে শক্তিশালী হয়েছেন শনিদেব! এই তিন রাশির জীবনে আসছে খুশির বন্যা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
গত ১৩ মার্চ শনিদেব তাঁর নিজের রাশি কুম্ভে অবস্থানকালে শক্তিশালী হয়ে উঠেছেন। তার প্রভাব পড়বে তিনটি রাশির উপর। দেখে নেওয়া যাক কোন কোন রাশি কী ভাবে প্রভাবিত হবে ৷
advertisement
1/4

কালের নিয়মে স্থান পরিবর্তন করে গ্রহ, নক্ষত্র। এই স্থান পরিবর্তনকে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা। গ্রহ, নক্ষত্রের এই স্থান পরিবর্তনের বিশেষ প্রভাব পৃথিবীর মানুষের উপর পড়ে বলেই বিশ্বাস। গত ১৩ই মার্চ শনিদেব তাঁর নিজের রাশি কুম্ভে অবস্থানকালে শক্তিশালী হয়ে উঠেছেন। তার প্রভাব পড়বে তিনটি রাশির উপর। দেখে নেওয়া যাক কোন কোন রাশি কী ভাবে প্রভাবিত হবে—
advertisement
2/4
বৃষ: এই রাশির জাতক-জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে, কারণ এই রাশির কর্মের ঘরে অধিপতি হয়ে বসে আছেন শনিদেব। তিনি শশরাজ যোগ তৈরি করছেন এই রাশিতে। এই বিশেষ যোগ তৈরি হওয়ার ফলে ভাগ্যের উন্নতি হবে। জ্ঞান বৃদ্ধির সুযোগও মিলতে পারে। চাকরিক্ষেত্র বা ব্যবসায় উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। এসময় তীর্থযাত্রা করা যেতে পারে। যেকোনও রকম ধর্মীয় কাজেও আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা। পুত্র লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে।
advertisement
3/4
মিথুন: শনিদেব শক্তিশালী হওয়ায় মিথুন রাশির জন্য এই সময় শুভ। এই রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্য বজায় থাকবে। এসময় বিদেশ ভ্রমণের আনন্দ পাওয়া যেতে পারে। কোনও রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসলে তাতে সাফল্য আসার সম্ভাবনা বাড়বে। বাড়িতে কোনও ধর্মীয় বা শুভ অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে মাধুর্য বজায় থাকবে। প্রেম জীবনে শান্তি পাওয়া যাবে।
advertisement
4/4
তুলা: কুম্ভ রাশিতে শনিদেবের গোচরের ফলে তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ প্রভাব পড়বে। এই রাশির পঞ্চম ঘরে অবস্থান করছেন অধিপতি শুক্র। সেখানেই শনিদেব বন্ধুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। এর দারুন শুভ প্রভাব পড়বে জাতক-জাতিকার জীবনে। এই সময় সন্তান সুখ পাওয়া যেতে পারে অথবা, সন্তানের দিক থেকে কোনও ভাল খবর পাওয়া যেতে পারে। তবে কোনও কারণে বিবাহিত জীবনে অশান্তি তৈরি হতে পারে। এই সময় শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভ পাওয়া যেতে পারে। এমনকী ফাটকা বা লটারিতেও অর্থ লাভ করা যেতে পারে। শিক্ষাক্ষেত্রেও সাফল্য আসতে পারে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Gochar 2023: নিজ রাশিতে শক্তিশালী হয়েছেন শনিদেব! এই তিন রাশির জীবনে আসছে খুশির বন্যা