TRENDING:

Shani Upay: ‘শনির দৃষ্টি’ পড়েছে নাকি আপনার উপর, শনিবার দিনে ভুলেও এই জিনিস কিনবেন না, সংসারে নামবে বিপদের কালো মেঘ

Last Updated:
Shani Upay: ‘শনিবারে ভুলেও কিনবেন না এইসব জিনিস! জেনে রাখুন তালিকা
advertisement
1/8
‘শনির দৃষ্টি’! শনিবার দিনে ভুলেও এই জিনিস কিনবেন না,সংসারে নামবে বিপদের কালো মেঘ
'শনির দৃষ্টি' কথাটির সঙ্গে পরিচয় নেই, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শনি গ্রহ কারোর ওপর দৃষ্টি দিলে অর্থাত্‍ কারোর ওপর বিমুখ হলে তার জীবনে মহানিশা নেমে আসে। তাই শনিকে তুষ্ট রাখতে আমরা কত কী-ই না করি! শনি-সন্ধ্যায় শনিমন্দিরে ভিড় দেখলেই বোঝা যায়, শনিতে কতটা ভীত আমরা।
advertisement
2/8
জ্যোতিষবিদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, মানুষের জীবনে যখন কোনও খারাপ মূহুর্ত আসে, তখন বলা হয় তার উপর শনির দৃষ্টি পড়েছে। তাই তার জীবনে কোনও উন্নতি হচ্ছে না। শনির দৃষ্টি একবার কারোর উপর পড়লে, তা সহজে ছেড়ে যায় না।
advertisement
3/8
শনি দেবকে সন্তুষ্ট রাখার জন্য প্রতি শনিবার করে বারের পুজো করা হয়। হিন্দু মহিলারা শনিবার উপোষ রেখে শনিদেবতার পুজো করেন। সংসারের মঙ্গল কামনায়, পরিবারের সকলের সুস্থ এবং বিপদ মুক্ত ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন।
advertisement
4/8
শনিবার অন্তত নুন কিনতে যাবেন না। এর ফলে আপনার জীবনের চরম সর্বনাশ হতে পারে। কাঠের কোনও ফার্নিচার শনিবার কিনবেন না। শুধু ফার্নিচার বলে নয়, কাঠের তৈরি অন্য কিছুও শনিবার বেচাকেনা করবেন না।
advertisement
5/8
লোহা নিয়ে যাঁদের কারবার, চেষ্টা করুন ব্যবসার প্রয়োজনে অন্তত শনিবার লোহা না কিনতে। এমনকী যানবাহনও কিনতে যাবেন না। কারণ এর মধ্যেও লোহা থাকে।
advertisement
6/8
ঘরে সরষের তেল ফুরিয়ে গেলেও, শনিবার কিনতে যাবেন না। তেলের জন্য রান্না করতে না-পারলে, সেদ্ধ ভাত খান, তা-ও ভালো। এমনকী গোটা সরষে লাগলেও শনিবার কিনবেন না।
advertisement
7/8
শনি-মঙ্গলবার বেগুন পুড়িয়ে খেলে গ্রহদশা কাটে। তবে ভুলেও শনিবার বেগুন কিনবেন না। আগে থেকে কিনে রাখুন। শনিবার বেগুন কিনলে শনির রোষানলে পড়বেন।
advertisement
8/8
কালো মরিচ বা গোলমরিচ শনিবার কেনার দরকার পড়লেও, একদম কিনবেন না। কালো শস্য বা কালো ডাল মানে, মুগকড়াই বা খেসারির ডালের মতো ডাল শনিবার কিনবেন না। অন্য যে শস্যের রং কালো, তাও শনিবার কিনতে যাবেন না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Upay: ‘শনির দৃষ্টি’ পড়েছে নাকি আপনার উপর, শনিবার দিনে ভুলেও এই জিনিস কিনবেন না, সংসারে নামবে বিপদের কালো মেঘ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল