TRENDING:

Shani Dosh Upay: রান্নাঘরের এই সামাণ্য জিনিসেই শনিদোষ থেকে চিরকালের জন্য মুক্তি, বরফের মতো বাধা হবে গলে জল

Last Updated:
Shani Dosh Upay : জীবনে সমস‍্যায় ভরে উঠেছে।পারিবারিক জীবন,চাকরি ও ব‍্যবসা সবেতেই বাধা পড়ছে।তিন শনিবার করুন এই নিয়ম।দেখবেন হবে সমস‍্যার সমাধান।
advertisement
1/5
রান্নাঘরের এই সামাণ্য জিনিসেই শনিদোষ থেকে চিরকালের জন্য মুক্তি, জেনে নিন
: জীবনে সমস‍্যায় ভরে উঠেছে।পারিবারিক জীবন,চাকরি ও ব‍্যবসা সবেতেই বাধা পড়ছে।তিন শনিবার করুন এই নিয়ম।দেখবেন হবে সমস‍্যার সমাধান।
advertisement
2/5
জ‍্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী জানালেন একটি অসামান্য টোটকা। যাতে বিশেষ খরচও নেই। কাঁচের বোতল ও সরষের তেল সকলের বাড়িতেই থাকে আর সেই সামাণ্য উপকরণেই সম্পূর্ণ করা যাবে এই টোটকা।
advertisement
3/5
জ‍্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী জানান,  ‘‘একটি ছোট কাঁচের বোতল নিয়ে তার মধ‍্যে সরষের তেল ভরতে হবে।বোতলের মুখ ভাল করে আটকাতে হবে।এরপর তা কোনও বয়ে চলা নদীতে ফেলে দিতে হবে।তিন সপ্তাহ এই কাজ করলে মিলবে সুফল।"
advertisement
4/5
শনিদেবের পছন্দ সরষের তেল।শনিদোষে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য শনিবার খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে এইদিনে যাঁরা শনিদেবের সাতি বা ধাইয়ায় ভুগছেন, তাঁরা মন্দিরে গিয়ে শনিদেবের মূর্তিতে তেল নিবেদন করলে শনিদোষের প্রভাব হ্রাস পায়।
advertisement
5/5
এছাড়াও এ দিনে যদি সরষের তেল দান হয় তাহলে তা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়।কাঁচের বোতলে সরষের তেল ভরে মুখ আটকে তা নদীতে প্রবাহিত করলেই মেলে শনিদোষ থেকে মুক্তি। Input- Annanya Dey
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Dosh Upay: রান্নাঘরের এই সামাণ্য জিনিসেই শনিদোষ থেকে চিরকালের জন্য মুক্তি, বরফের মতো বাধা হবে গলে জল
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল