TRENDING:

Shani Dev: শনিদেবের প্রিয় এই গাছ, রয়েছে বিরাট শক্তি...! শনির রোষ-মহাদশা কাটাতে করুন ছোট্ট কাজ, সাড়ে সাতি-ঢাইয়া থেকে মুক্তি

Last Updated:
Shani Dev: শমী গাছ দান করাকে সোনার সমতুল্য মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি শমী গাছ দান করেন তিনি শনি মহারাজের আশীর্বাদ পান। এছাড়া শনির সাড়ে সাতি ও ঢাইয়া যাদের চলছে তারাও উপকার পাবেন।
advertisement
1/5
শনিদেবের প্রিয় এই গাছ, রয়েছে বিরাট শক্তি...! শনির রোষ কাটাতে করুন ছোট্ট কাজ
কথিত আছে যে জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান ভাল থাকলে সেই ব্যক্তি জীবনে প্রচুর সাফল্য পান। একই সময়ে, শনি অশুভ হলে জীবন দুর্বিষহ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শনিকে তুষ্ট করার জন্য মানুষ নানা রকম ব্যবস্থা নেয়।
advertisement
2/5
কথিত আছে যে জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান ভাল থাকলে সেই ব্যক্তি জীবনে প্রচুর সাফল্য পান। একই সময়ে, শনি অশুভ হলে জীবন দুর্বিষহ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শনিকে তুষ্ট করার জন্য মানুষ নানা রকম ব্যবস্থা নেয়।
advertisement
3/5
শমী গাছ দান করাকে সোনার সমতুল্য মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি শমী গাছ দান করেন তিনি শনি মহারাজের আশীর্বাদ পান। সেই সঙ্গে জীবনের চলমান বাধাগুলোও দূর হয়। এছাড়া শনির সাড়ে সাতি ও ঢাইয়া যাদের চলছে তারাও উপকার পাবেন।
advertisement
4/5
শমী গাছ দান করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। সম্পদের দেবীর কৃপায় ব্যক্তিকে আর্থিক সঙ্কটে পড়তে হয় না। বাড়িতে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
advertisement
5/5
সনাতন ধর্মে শমী গাছকে শুভ বলে মনে করা হয়। শনিদেবকে খুশি করতে শমী গাছের সঙ্গে সম্পর্কিত কিছু প্রতিকার মাথায় রাখুন। শনিবার শমীর চারা দান করলে সুখ ও সমৃদ্ধি আসে। জীবনে সুখ আসে, তাই শনিবার শমী গাছ দান করা শুভ বলে মনে করা হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Dev: শনিদেবের প্রিয় এই গাছ, রয়েছে বিরাট শক্তি...! শনির রোষ-মহাদশা কাটাতে করুন ছোট্ট কাজ, সাড়ে সাতি-ঢাইয়া থেকে মুক্তি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল