Lord Shani Dev Rise: শনি দেবের উদয়, ৪ রাশি টাকার গদিতে! ফিরবে ভাগ্য, হবে সম্পদের বৃষ্টি
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Lord Shani Dev Rise: দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল বলেন, শনি এখন অস্ত যাচ্ছে এবং দোলের আগে অর্থাৎ ১৮ মার্চ শনি দেবে উদিত হবেন। শনির উদয়ের ফলে চারটি রাশির উপর সুপ্রভাব পড়বে।
advertisement
1/10

যখন শনি দেব তার রাশি পরিবর্তন করেন বা অস্ত যান কিংবা উদিত হন, তখনই সমস্ত রাশির উপর এর প্রভাব পড়ে। কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব পড়ে, কিছু রাশির উপর নেতিবাচক প্রভাব পড়ে।
advertisement
2/10
দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল বলেন, শনি এখন অস্ত যাচ্ছে এবং দোলের আগে অর্থাৎ ১৮ মার্চ শনি দেবে উদিত হবেন।
advertisement
3/10
শনির উদয়ের ফলে চারটি রাশি বৃষ, কর্কট, কন্যা এবং কুম্ভের উপর সুপ্রভাব পড়বে।
advertisement
4/10
শনিদেবের উত্থান বৃষ রাশির জাতক-জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। মানসিক চাপ দূর হবে। হঠাত করে অর্থ প্রাপ্তি হতে পারে।
advertisement
5/10
সমস্যার সমাধান হতে চলেছে। পরিশ্রমের শুভ ফল পাবেন। কাজের সূত্রে দীর্ঘ ভ্রমণে যেতে পারেন, সেই যাত্রাও খুবই উপকারী হতে চলেছে।
advertisement
6/10
শনির উত্থান কর্কট রাশির জাতকদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দূর হবে। খরচ কম এবং আয় বেশি হওয়ায় মন খুশি থাকবে।
advertisement
7/10
শনির উত্থান কন্যা রাশির উপর খুব ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হতে চলেছে। চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তবে শনিদেবের উত্থানের কারণে সময়টি খুবই অনুকূল হবে।
advertisement
8/10
ব্যবসায় পুরনো বিনিয়োগ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক সমস্যা দূর হবে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে চলেছে।
advertisement
9/10
শনির উত্থান কুম্ভ রাশির জাতকদের উপর সবচেয়ে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। কিন্তু শনিদেব কুম্ভ রাশিতে উদিত হলেই কুম্ভ রাশির মানুষের ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে।
advertisement
10/10
অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সন্তানদের দিক থেকে কোন ভাল খবর পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যও ভাল থাকবে। (দাবিত্যাগ: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lord Shani Dev Rise: শনি দেবের উদয়, ৪ রাশি টাকার গদিতে! ফিরবে ভাগ্য, হবে সম্পদের বৃষ্টি