Shani Dev: এই সব বদভ্যাসের কারণে অসন্তুষ্ট হন শনিদেব! তাঁর কুদৃষ্টির কারণে জীবনও দুর্বিষহ হয়ে উঠতে পারে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সমস্ত গ্রহের মধ্যে শনিদেব হলেন সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। আর এই ধীর গতির কারণে শুভ এবং অশুভ উভয় প্রভাবই সমস্ত মানুষের জীবনেই দীর্ঘকাল বজায় থাকে। ফলে শনিদেবের অশুভ দৃষ্টিকে মানুষ সাধারণত ভয়ই পান।
advertisement
1/6

সমস্ত গ্রহের মধ্যে শনিদেব হলেন সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। আর এই ধীর গতির কারণে শুভ এবং অশুভ উভয় প্রভাবই সমস্ত মানুষের জীবনেই দীর্ঘকাল বজায় থাকে। ফলে শনিদেবের অশুভ দৃষ্টিকে মানুষ সাধারণত ভয়ই পান।
advertisement
2/6
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যাঁদের কুণ্ডলীতে শনিদেব শুভ অবস্থানে থাকেন, কিংবা শনিদেব যাঁদের কর্মে প্রসন্ন হন, তাঁদের জীবনে সুখ এবং সৌভাগ্যের বর্ষণ করেন শনিদেব। সেই সব মানুষ চাকরি কিংবা ব্যবসায় সাফল্য ও উচ্চ মর্যাদা লাভ করতে পারেন। সমাজে সম্মান-প্রতিপত্তিও বাড়ে। অন্য দিকে, যাঁদের কুণ্ডলীতে শনিদেব অশুভ অবস্থানে থাকেন কিংবা যাঁদের কাজে শনিদেব ক্রুদ্ধ থাকেন, তাঁদের উপর শনিদেবের অশুভ ছায়া পড়ে। ফলে তাঁদের জীবন কষ্টে কাটে। জেনে নেওয়া যাক, কাদের উপর ক্রুদ্ধ হন শনিদেব।
advertisement
3/6
এঁদের উপর সব সময়ই থাকে শনিদেবের অশুভ ছায়া:- এক জন গরিব এবং অসহায় মানুষকে সাহায্য করার পরিবর্তে যে-সব মানুষ তাঁদের কষ্ট দেন, সেই সব মানুষদের উপর ক্রুদ্ধ হন শনিদেব। ফলে দীন-দরিদ্রদের অবহেলা করা মানুষদের উপর শনিদেবের কুদৃষ্টি পড়ে। যাঁরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকেন না কিংবা যাঁরা আলস্যের জন্য নিজেকে পরিষ্কার রাখেন না, তাঁদের উপর ক্রুদ্ধ হন শনিদেব। এমনকী যাঁরা নখ ও চুল লম্বা এবং নোংরা রাখেন, তাঁদের উপরেও শনির কুদৃষ্টি পড়ে।
advertisement
4/6
যাঁরা অবলা জীবদের উত্যক্ত করেন, শনিদেব তাঁদের প্রতিও ক্রুদ্ধ থাকেন। এমনকী যাঁদের কুণ্ডলীতে শনির দোষ রয়েছে, তাদের কুকুরের সেবা করা উচিত। যাঁরা নিজের পিতামাতা কিংবা গুরুজনদের সম্মান করেন না এবং নারীদের বিষয়ে খারাপ কথা বলেন, তাঁদের উপরেও শনিদেবের কুদৃষ্টি পড়ে।
advertisement
5/6
যাঁরা কারও সঙ্গে ভণ্ডামি কিংবা প্রতারণা করেন, তাঁদের উপরেও খারাপ ছায়া পড়ে শনিদেবের। আর এই ধরনের মানুষেরা কিছু সময়ের জন্য অবশ্যই উপকার পান, কিন্তু তারা দীর্ঘমেয়াদে শান্তি লাভ করতে পারেন না। যাঁরা জুয়া কিংবা সাট্টা খেলার মতো খারাপ আসক্তিতে জড়িয়ে পড়েন কিংবা মাংস সেবন ও মদ্যপান করেন, তাঁদের উপর শনিদেব প্রসন্ন হন না। যাঁরা কখনও মন্দিরে যান না কিংবা দেব-দেবীর অনাদর করেন, তাঁদেরও কষ্ট দেন ভগবান শনিদেব।
advertisement
6/6
যাঁরা কারও সঙ্গে ভণ্ডামি কিংবা প্রতারণা করেন, তাঁদের উপরেও খারাপ ছায়া পড়ে শনিদেবের। আর এই ধরনের মানুষেরা কিছু সময়ের জন্য অবশ্যই উপকার পান, কিন্তু তারা দীর্ঘমেয়াদে শান্তি লাভ করতে পারেন না। যাঁরা জুয়া কিংবা সাট্টা খেলার মতো খারাপ আসক্তিতে জড়িয়ে পড়েন কিংবা মাংস সেবন ও মদ্যপান করেন, তাঁদের উপর শনিদেব প্রসন্ন হন না। যাঁরা কখনও মন্দিরে যান না কিংবা দেব-দেবীর অনাদর করেন, তাঁদেরও কষ্ট দেন ভগবান শনিদেব।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Dev: এই সব বদভ্যাসের কারণে অসন্তুষ্ট হন শনিদেব! তাঁর কুদৃষ্টির কারণে জীবনও দুর্বিষহ হয়ে উঠতে পারে