Shani Dev Lucky zodiac signs: শনিদেবের খুব পছন্দের এই পাঁচ রাশি! বিপদে-আপদে রক্ষা করেন, অর্থ, সুখ, সাফল্যে ভরিয়ে দেন জীবন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Shani Dev Lucky Zodiac Signs: শনি দেবের কৃপায় পাঁচটি রাশির জাতক-জাতিকারা পান অপরিসীম সাফল্য, ধন-সম্পদ ও সম্মান। এই রাশিগুলোর ওপর শনি সদা প্রসন্ন থাকেন। সৎ কর্ম ও শনির আরাধনায় জীবন হয় উন্নত ও সমৃদ্ধ, জানুন বিস্তারিত...
advertisement
1/10

অযোধ্যার জ্যোতিষ কল্কী রাম জানিয়েছেন, শনি গ্রহ এমন একটি শক্তি, যা প্রতিটি মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করে। যাদের কর্ম খারাপ, তাদের শনি শাস্তি দিয়ে সঠিক পথে আনার চেষ্টা করেন।
advertisement
2/10
তবে মনে রাখবেন, ভালো কাজের ফলও শনি দেব যথাযথভাবেই দেন। তাই সবসময় শনিদেবকে ভয় না পেয়ে, সৎ পথে চলাই শ্রেয়।
advertisement
3/10
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবের পাঁচটি প্রিয় রাশি রয়েছে। এই রাশিগুলোর জাতকদের ওপর তিনি বিশেষ কৃপা করেন এবং তাদের জীবনে তিনি অর্থ, সাফল্য ও সামাজিক সম্মান এনে দেন। আসুন জেনে নিই সেই পাঁচটি লাকি রাশির নাম।
advertisement
4/10
বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকাদের ওপর শনি দেবের কৃপা সবসময়ই থাকে। এই রাশির অধিপতি হলেন শুক্র, যাঁর সঙ্গে শনি দেবের সুসম্পর্ক রয়েছে। এজন্য বৃষ রাশির জাতকরা শনির আশীর্বাদে জীবনের প্রতিকূল সময়েও দৃঢ়ভাবে লড়াই করে সফলতা অর্জন করেন। কর্মজীবন ও পারিবারিক জীবনে ভারসাম্য বজায় থাকে।
advertisement
5/10
তুলা রাশি: তুলা রাশিতে শনি উচ্চ থাকে। এই কারণে এই রাশির জাতকদের ওপর শনির বিশেষ দৃষ্টি থাকে। তুলাও শুক্রের রাশি, ফলে শনি দেব এই রাশির জাতকদের ভালো ফল দিয়ে থাকেন। জীবনে সাফল্য, সমৃদ্ধি ও সামাজিক উন্নতির জন্য শনি বিশেষ সহায়ক হন।
advertisement
6/10
ধনু রাশি: ধনু রাশির অধিপতি হলেন বৃহস্পতি এবং বৃহস্পতি ও শনি একে অপরের বন্ধু। এজন্য শনি দেব ধনু রাশির জাতকদের প্রতি সদা কৃপালু থাকেন। শনির সাড়ে সাতি বা গোচরের সময়েও এই রাশির জাতকদের ভালো ফল মেলে। পরিশ্রমের মাধ্যমে এই রাশির জাতকরা জীবনে অনেক উচ্চতায় পৌঁছান।
advertisement
7/10
মকর রাশি: মকর রাশির অধিপতি নিজে শনি দেবই। তাই এই রাশির জাতক-জাতিকারা সরাসরি শনির প্রভাবে থাকেন। অন্যান্য রাশির তুলনায় মকর রাশিতে শনির কৃপা বেশি থাকে এবং কষ্ট তুলনামূলক কম হয়। এই রাশির জাতকেরা শনির পুজো করলে দ্রুত আশীর্বাদ লাভ করেন এবং জীবনে ধৈর্য ও পরিশ্রমের ফল হিসেবে সাফল্য পান।
advertisement
8/10
কুম্ভ রাশি: কুম্ভ রাশির ওপরও শনি দেবের বিশেষ কৃপা থাকে। কারণ কুম্ভও শনির স্বত্বাধীন একটি রাশি। এই রাশির জাতকদের জীবনে ধন-সম্পদের অভাব থাকে না। ব্যবসা, কর্মজীবন ও পারিবারিক জীবনে তারা স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হন। শনির কৃপায় তারা সমাজে সম্মানিত হন।
advertisement
9/10
এই পাঁচ রাশির জাতকরা যদি সৎভাবে কর্ম করেন এবং শনি দেবের আরাধনা করেন, তাহলে জীবনে সাফল্য, সম্মান ও সমৃদ্ধি আসবেই। শনির কৃপা জীবনে ভারসাম্য ও উন্নতির পথ প্রশস্ত করে।
advertisement
10/10
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Dev Lucky zodiac signs: শনিদেবের খুব পছন্দের এই পাঁচ রাশি! বিপদে-আপদে রক্ষা করেন, অর্থ, সুখ, সাফল্যে ভরিয়ে দেন জীবন...