Shani Uday Brings Rajyog In Kundli: ৬১৭ বছর পরে! সূর্য-শনি-বৃহস্পতি-শুক্রর তিনটি বিশাল সংযোগ! গাড়ি-বাড়িতে ভাগ্য খুলে দেবে তিন রাশির
- Published by:Arjun Neogi
Last Updated:
Shani Uday Brings Rajyog In Kundli: টাকা পয়সার অভাব সারা জীবনের মত মিটবে!
advertisement
1/15

জ্যোতিষ শাস্ত্রমতে সময়ে সময়ে গ্রহের রাশি পরিবর্তন হয়ে থাকে ৷ এরফলে সরাসরি প্রভাবিত ত্রিলোক ৷ গুরুদেব বৃহস্পতি নিজের রাশি মীনে প্রবেশ করতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
অন্যদিকে কুম্ভতে পিতাপুত্র অর্থাৎ সূর্য ও শনি বিরাজমান ৷ অন্যদিকে শুক্র, বৃহস্পতির সঙ্গে মীনের উচ্চস্থানে অবস্থান করছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
এর প্রভাব কয়েকটি রাশির উপরে পড়লেও তিন রাশির উপরে সব থেকে বেশি প্রভাব বিস্তারিত হবে বলেই জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
মিথুন রাশিতে এই তিন রাজযোগ একসঙ্গে কুষ্ঠিতে মালব্য রাজযোগ সৃষ্টি করেছে ৷ শুক্রের গোচর কুষ্ঠিতে কর্মস্থানে সংযুক্ত হয়েছে ৷ একই সঙ্গে দেবগুরু বৃহস্পতির বিশাল শক্তি পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
চাকরি ও ব্যবসায় জোরদার লাভ হতে চলেছে ৷ বেকারদের জন্য প্রচুর রোজগার আসতে চলেছে ৷ বেশ কিছু মানুষদের নতুন চাকরি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
বিভিন্ন যোজনায় বিনিয়োগ চূড়ান্ত লাভের মুখ দেখাতে পারে ৷ এই সময়ে পদ প্রতিষ্ঠা জীবনকে নতুন করে শুরু করতে সাহায্য করবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
কুম্ভ রাশির জন্য বিশাল ধামাকা সৃষ্টি করতে চলেছে ৷ এই অবধিতে শনিদেবের প্রবল আশীর্বাদ পেতে চলেছেন ৷ এই গোচরের সময়ে কুষ্ঠির লগ্নের ঘরে শনিদেব বিরাজ করছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
কিন্তু এই মুহূর্তে শনিদেব অস্তে আছেন ৷ ৯ মার্চ উদিত হবেন ৷ তাই শনিদেবের উদয়ের পরে বিশেষ লাভ পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
জীবনসঙ্গী যে লাভ করতে চেয়েছেন সেই লাভ বিশেষ ভাবে কার্যকর হতে চলেছে ৷ কর্মক্ষেত্রে তালমেলের একটি পরিবেশ তৈরি হতে চলেছে ৷ জুনিয়র ও সিনিয়রের মধ্যে সমন্বয় সাধিত হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
ভবিষ্যতের কোনও প্রকল্পের কাজ এবার শুরু হতে পারে ৷ যাঁরা ব্যবসা বাণিজ্য করছেন তাঁরা ব্যবসার বিস্তার করতে পারবেন ৷ কার্যসিদ্ধি হবে এবার ৷ প্রবল আর্থিক উন্নতি হতে চলেছে এবার ৷
advertisement
11/15
রাজযোগের ফলে ধনু রাশির মানুষেরা অপার ধন সম্পত্তি পাবেন এবার ৷ শুক্র কুষ্ঠির চতুর্ত স্থানে অবস্থান করে মালব্য রাজযোগ তৈরি করছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের অবসান হবে এবার ৷ একই সঙ্গে রাজনীতির সঙ্গে সংযুক্ত মানুষদের চরম উন্নতি হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
এই সময়ে ব্যবসায় ভাল অর্ডার পাবেন ৷ গত ১৭ জানুয়ারি ২০২৩, ৩০ বছর পরে শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে প্রবেশ করেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
এরফলে ধনু রাশির জাতক-জাতিকারা সাড়ে সাতির মহাকষ্ট থেকে মুক্তি পেয়েছেন ৷ তাই বাধা বিপত্তি এবার কেটে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা কোনও ভাবেই বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Uday Brings Rajyog In Kundli: ৬১৭ বছর পরে! সূর্য-শনি-বৃহস্পতি-শুক্রর তিনটি বিশাল সংযোগ! গাড়ি-বাড়িতে ভাগ্য খুলে দেবে তিন রাশির