Shani Dev favourite Rashi: শনিদেবের প্রিয় রাশি, সবসময় কৃপা দৃষ্টি থাকে ৫ রাশির উপর, খারাপ সময় এঁদের ছুঁতেও পারেনা
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
কিছু রাশি রয়েছে, যাঁদের উপর শনিদেবের অপার কৃপা রয়েছে৷ দেখে নিন কারা সেই সৌভাগ্যবান রাশি৷
advertisement
1/10

জ্যোতিষশাস্ত্রে শনিদেবের গুরুত্ব অপরিসীম৷ তাঁর ন্যায়ের মানদন্ডে অনেকেই ফকির থেকে রাজা হয়, আবার অনেকেই রাজা থেকে সব হারিয়ে পথে চলে আসে৷
advertisement
2/10
ন্যায় অনুযায়ী তিনি প্রত্যেককে কর্মফল প্রদান করে৷ তাই অনেকেই তাঁকে ‘বড়ঠাকুর’ও বলেন৷ তাঁর সাড়ে সাতির প্রভাবে বহু মানুষের জীবনে উত্থান পতন ব্যাপক ভাবে লক্ষ্য করা যায়৷
advertisement
3/10
ন্যায় অনুযায়ী তিনি প্রত্যেককে কর্মফল প্রদান করে৷ তাই অনেকেই তাঁকে ‘বড়ঠাকুর’ও বলেন৷ তাঁর সাড়ে সাতির প্রভাবে বহু মানুষের জীবনে উত্থান পতন ব্যাপক ভাবে লক্ষ্য করা যায়৷
advertisement
4/10
তবে কিছু রাশি রয়েছে, যাঁদের উপর শনিদেবের অপার কৃপা রয়েছে৷ দেখে নিন কারা সেই সৌভাগ্যবান রাশি৷
advertisement
5/10
বৃষ রাশিবৃষ রাশির জাতক-জাতিকাদের উপর শনিদেবের কৃপা দৃষ্টি সব সময় থাকে৷ এর ফলে তাঁদের জীবনে সব সময় সুখ সমৃদ্ধিতে ভরে থাকে৷
advertisement
6/10
তুলা রাশিনিদেবের প্রিয় রাশিগুলোর অন্যতম তুলা রাশি৷ তুলা রাশির জাতক-জাতিকারা, সাধারণত খুব পরিশ্রমী, বিশ্বস্ত প্রকৃতির হয়ে থাকেন৷ তাই শনির আশীর্বাদ সবসময় তাঁদের উপরই থাকে৷
advertisement
7/10
মকর রাশিমকর রাশির অধিপতি স্বয়ং শনিদেব৷ এই রাশির জাতক-জাতিকারা প্রকৃতিগতভাবেই খুব পরিশ্রমী ও উৎসাহী হন৷ তাই শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হয় এই রাশিতে৷
advertisement
8/10
কুম্ভ রাশিকুম্ভ রাশির অধিপতিও স্বয়ং শনিদেব৷ তাই চেষ্টা করুন, এই রাশির জাতক-জাতিকাদের সর্বদা ভাল কাজ করতে৷ তাহলে কখনওই শনির বক্রী দৃষ্টি তাঁদের উপর পড়বে না৷
advertisement
9/10
ধনু রাশিধনু শনিদেবের অতি প্রিয় রাশি৷ সাড়ে সাতি চললেও এই রাশির জাতক-জাতিকারা অন্যদের চেয়ে অনেক কম কষ্ট ভোগ করেন৷
advertisement
10/10
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ ১৮ বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Dev favourite Rashi: শনিদেবের প্রিয় রাশি, সবসময় কৃপা দৃষ্টি থাকে ৫ রাশির উপর, খারাপ সময় এঁদের ছুঁতেও পারেনা