Shani Dev Effect: আগামী আড়াই বছরে কেমন হবে শনির দশা? জেনে নিন ১২টি রাশির মধ্যে কার ওপর প্রসন্ন হবেন শনিদেব
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Shani Gochar Effect: গত ১৭ জানুয়ারি শনিদেব কুম্ভরাশিতে পদার্পণ করেছেন, আগামী আড়াই বছর শনিদেব এই রাশিতেই অবস্থান করবেন। এর ফলে রাশিচক্রের ১২টি রাশির ওপরেই শনিদেবের প্রভাব পরিলক্ষিত হবে।
advertisement
1/13

ভারতীয় জ্যোতিষশাস্ত্র মতে, শনিদেবের কৃপায় জাতক-জাতিকারা ন্যায়পরায়ণ এবং কর্মশীল হন। শনির কৃপায় ব্যক্তি যে কোনও ক্ষেত্রে সফলতা লাভ করেন। গত ১৭ জানুয়ারি শনিদেব কুম্ভরাশিতে পদার্পণ করেছেন, আগামী আড়াই বছর শনিদেব এই রাশিতেই অবস্থান করবেন। এর ফলে রাশিচক্রের ১২টি রাশির ওপরেই শনিদেবের প্রভাব পরিলক্ষিত হবে।
advertisement
2/13
মেষ রাশি- এই রাশির ওপর শনিদেব প্রসন্ন হবেন, ফলে কেরিয়ার এবং ধনপ্রাপ্তিতে সাফল্য মিলবে। জীবনের সমস্ত বাধা দূর হবে। প্রতিকার- খাদ্যবস্তু দান করতে হবে।
advertisement
3/13
বৃষ রাশি- কেরিয়ারে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। স্থান পরিবর্তন লাভজনক হবে। প্রতিকার- হনুমানজির উপাসনা করতে হবে।
advertisement
4/13
মিথুন রাশি- পিতা-মাতার শরীরের দিকে নজর দিতে হবে। প্রতিকার- প্রতি শনিবার দান করতে হবে।
advertisement
5/13
কর্কট রাশি- এই রাশিতে শনির ঢাইয়া চলছে। অকারণে বিবাদ হতে পারে। কাজে বাধা আসতে পারে। প্রতিকার- নিয়মিত শনিমন্ত্র জপ করা উচিত।
advertisement
6/13
সিংহ রাশি-বিবাহের যোগ রয়েছে। তবে ব্যবসায়ে বিবাদের যোগ রয়েছে। প্রতিকার- নিয়মিত হনুমানজির উপাসনা করতে হবে।
advertisement
7/13
কন্যা রাশি- শনি দেব এই রাশির ওপর বেশ সন্তুষ্ট। কেরিয়ারে লাভ হবে। শত্রুরা পরাজিত হবে। প্রতিকার- প্রতি শনিবার খাদ্যবস্তু দান করতে হবে।
advertisement
8/13
তুলা রাশি- শনি দেবের প্রিয় রাশি তুলা। এই সময় জাতক-জাতিকাদের সন্তান প্রাপ্তি হতে পারে। তবে স্বাস্থ্য এবং বিবাহিত জীবনের দিকে নজর দেওয়া উচিত। প্রতিকার- মধ্যমায় লোহার আংটি ধারণ করতে হবে।
advertisement
9/13
বৃশ্চিক রাশি- এই রাশিতে শনির ঢাইয়া চলছে। জীবনে নানা পরিবর্তন আসবে এবং কেরিয়ারেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। প্রতিকার- প্রতিদিন রাতে শনিমন্ত্র জপ করতে হবে।
advertisement
10/13
ধনু রাশি- ধনু- রাশির জাতক-জাতিকাদের জন্য শনিদেবের অবস্থান পরিবর্তন সবচেয়ে লাভজনক হতে চলেছে। সমস্ত বাধাপ্রাপ্ত কাজ পূরণ হবে। জীবনের সমস্ত সমস্যা দূর হবে। প্রতিকার- প্রতি শনিবার খাদ্যবস্তু দান করতে হবে।
advertisement
11/13
মকর রাশি- মকর রাশির অধিপতি হলেন শনিদেব। তবে এই রাশিতে সাড়ে সাতি চলার দরুন সময় খুবই মারাত্মক হতে পারে। পারিবারিক সমস্যার দিকে নজর দিতে হবে। প্রতিকার- প্রতিদিন রাতে শনিমন্ত্র জপ করতে হবে।
advertisement
12/13
কুম্ভ রাশি- এই সময়ে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছেন। ব্যবসা এবং বিবাহের জন্য এই সময়টি ভাল। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। কাজের চাপ বেশি থাকবে। প্রতিকার- ভগবান শিবের পূজা করতে হবে।
advertisement
13/13
মীন রাশি- শনি মীন রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছেন। এর কারণে জীবনে বড় পরিবর্তন আসতে পারে। চোখের সমস্যায় সতর্ক থাকতে হবে। প্রতিকার- মধ্যমায় লোহার আংটি ধারণ করতে হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Dev Effect: আগামী আড়াই বছরে কেমন হবে শনির দশা? জেনে নিন ১২টি রাশির মধ্যে কার ওপর প্রসন্ন হবেন শনিদেব