TRENDING:

Shani Dev: আগাছায় বেড়ে ওঠা এই গাছেই শনিদেবের বাস, শিবের অতি প্রিয়, ডাল ভাঙলেও সংসারে নেমে আসবে ঘোর অশান্তি

Last Updated:
শিবভক্ত গোপাল কৃষ্ণ নিউজ ১৮ কে জানিয়েছেন ধর্মীয় রীতি অনুযায়ী সপ্তাহের সোমবার ও শনিবার এই গাছের ডাল ভাঙাও নিষিদ্ধ৷
advertisement
1/6
আগাছায় বেড়ে ওঠা এই গাছেই শনিদেবের বাস, শিবের অতি প্রিয়, কাটলেই ঘোর অশান্তি
শনি বসবাস করে এই গাছেই৷ নগরায়নের ঠেলায় সব গাছেই তো কুঠার পড়েছে৷ কিন্তু সব গাছ কাটবেন না৷ তা হলেই কিন্তু সব ছারখার৷
advertisement
2/6
এখানে, শমী গাছের কথা বলা হচ্ছে৷ এই গাছ শিবেরও অত্যন্ত পছন্দের৷ ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই গাছ সাহস এবং বিজয়ের প্রতীক৷
advertisement
3/6
কথিত রয়েছে, ভগবান শিব যখন অসুরদের বধ করার সংকল্প করেছিলেন, তখন তিনি শমী গাছের আশ্রয় নিয়েছিলেন। মহাভারতেও পান্ডবরা তাদের অস্ত্র শমী গাছের নিচে লুকিয়ে রেখেছিলেন৷ এই সব কারণেই এই গাছ শৌর্য্যের প্রতীক হয়ে ওঠে৷
advertisement
4/6
শিবভক্ত গোপাল কৃষ্ণ নিউজ ১৮ কে জানিয়েছেন ধর্মীয় রীতি অনুযায়ী সপ্তাহের সোমবার ও শনিবার এই গাছের ডাল ভাঙা নিষিদ্ধ৷
advertisement
5/6
বিশ্বাস করা হয়, এই গাছে কেবল শিব নয়, বড়ঠাকুরেরও বাস৷ তাই শিকড় সমেত উপড়ে ফেললে ঘর-সংসারে অশান্তি নেমে আসবে৷
advertisement
6/6
এই গাছের ডাল ভেঙে কেবল ভক্তরা শিবের কাছে অর্পণ করেন৷ তবে সপ্তাহের দুদিন ছাড়াও অমাবস্যাতেও এই গাছের ডাল ভাঙা যায় না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Dev: আগাছায় বেড়ে ওঠা এই গাছেই শনিদেবের বাস, শিবের অতি প্রিয়, ডাল ভাঙলেও সংসারে নেমে আসবে ঘোর অশান্তি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল