Shani Bad Impact 2023: শনির ব্যাঁকা দৃষ্টি ৫ রাশির উপরে! জীবন নাজেহাল, মহাদশার মহাচাপ থেকে মুক্তির বড় উপায়
- Published by:Arjun Neogi
Last Updated:
Shani Bad Impact 2023: শনিবারের সেরা উপায়গুলি অবলম্বন করুন জীবন চাপমুক্ত হবে
advertisement
1/14

জ্যোতিষ শাস্ত্রমতে শনি হলেন ন্যায়ের দেবতা ৷ শনি অত্যন্ত ধীর গতির গ্রহ প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/14
৩০ বছর পরে গত ১৭ জানুয়ারি শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে প্রবেশ করেছেন ৷ তারপরে গত ৩০ জানুয়ারি ২০২৩-এ শনি অস্ত গিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/14
এমনই মনে করা হয় শনিদেবের পুজো করলে কর্মফল দাতা শনি অত্যন্ত সন্তুষ্ট হন ৷ ১১ ফেব্রুয়ারি শনি সংক্রান্ত সমস্যার বিষয়ে বড় পদক্ষেপ নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/14
শনি কুম্ভতে প্রবেশ করার পর থেকে নিজের পা পরিবর্তিত করেছেন ৷ সোনা, রুপো, তামা ও লোহার পায়ে চলাফেরা করছেন বর্তমানে শনি লোহার পায়ে চলাফেরা করছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/14
বর্তমানে কুম্ভ রাশিতে শনি অস্তমিত আছেন ৷ শনি কুম্ভ রাশিতে আছেন এই কারণেই মকর, কুম্ভ ও মীনের সাড়ে সাতি চলছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/14
একই সঙ্গে বৃশ্চিক ও কর্কট রাশিতে চলছে ঢাইয়া ৷ শনির মহাদশা চলার সময়ে আর্থিক, শারীরিক ও মানসিক সমস্যায় ভুগতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/14
শনিদেবের ঢাইয়া বা সাড়ে সাতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে যে উপায় অবলম্বন করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/14
গ্রহরাজ শনিদেবকে সন্তুষ্ট করতে মদ ও মাংস খাওয়া বন্ধ করা উচিৎ ৷ ঘরের অন্ধকার অংশে সরষের তেলে ভরা পাত্র রাখতে হবে ৷ সঙ্গে তামার পয়সাও ৷ এরফলে কেটে যাবে অশুভ প্রভাবও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/14
সূর্যাস্তের পরে অশ্বত্থ গাছের গোড়ায় জল দিয়ে সাতবার পরিক্রমা করুন অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/14
দরিদ্র ও অসহায়কে খেতে দিন এতেই শনিদেব সন্তুষ্ট হবেন, তিনি আশীর্বাদও করবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/14
এমনই বিশ্বাস করেন অনেকেই পবনপুত্র হনুমানের মন্দিরে গিয়ে ঘোড়ার জুতো নিবেদন করলে নানান ধরনের ঝামেলা মুক্তি পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/14
শনিবার সকালে ঘুম থেকে উঠে ময়দা চিনি ও কালো তিল মিশিয়ে পিঁপড়েকে খাওয়ালে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/14
শনিবার কালো তিল, কালো কম্বল বা উরদ ডাল দান করলে সমস্ত রকমের সমস্যা ও আর্থিক সমস্যার সমাধান হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/14
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা বা অনুরোধও করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Bad Impact 2023: শনির ব্যাঁকা দৃষ্টি ৫ রাশির উপরে! জীবন নাজেহাল, মহাদশার মহাচাপ থেকে মুক্তির বড় উপায়