Shani Bad Effect Till 2025: ২০২৫ পর্যন্ত তিন রাশির জীবন নাজেহাল করবে শনির মহাদশা, অর্থের ক্ষতি থেকে চরম সর্বনাশ অপেক্ষা করেছে নতুন বছরে!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Shani Bad Effect Till 2025: ঢাইয়া থেকে সাড়ে সাতি, বছরজুড়ে সাড়ে সর্বনাশের কবলে তিন রাশি
advertisement
1/14

এই বছরেই ২৯ এপ্রিল ২০২২ তারিখে বেশ কয়েক বছর পরে নিজের রাশি কুম্ভতে প্রবেশ করে ৷ তারপরে মকরে গিয়েছিল শনি ৷ এরপরেই ফের মকরে আসে ৷ ফের কুম্ভতে প্রবেশ করবে শনি আগামী ১৭ জানুয়ারি ২০২২ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/14
২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত এমনই পরিস্থিতি সৃষ্টি হবে ৷ ৫ জুন শনি বক্রী হয়েছিল, ২৩ অক্টোবর পর্যন্ত বিপরীতমুখী অবস্থানে ছিল শনিদেব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/14
বর্তমানে মকর রাশিতে প্রবেশ করেছে শনি ৷ ঠিক এই কারণেই ২০২৩-এ তিন রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সাবধানে থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/14
গত ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শনি ৷ ৫ জুন বক্রপথে চলে গিয়েছিল শনি ঠিক তারপরে ১২ জুলাই বক্রপথে মকর রাশিতে প্রবেশ করেন শনিদেব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/14
১৭ জানুয়ারি ২০২৩ কুম্ভ রাশিতে শনিদেব প্রবেশ করবেন তারপরেই বড় খেলা শুরু হবে ৷ জীবনে নানান ধরনের উত্থান ও পতন হতে থাকে ৷ জীবন স্বাভাবিক হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/14
তবে ২০২৮ সালে ২৩ ফেব্রুয়ারি থেকে আস্তে আস্তে জীবন ছন্দে ফিরবে পুরোপুরি জীবন সমস্যামুক্ত হবে ৷ ২০২৫ সাল পর্যন্ত কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সাবধানে থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/14
২০২২-এ কুম্ভ রাশিতে শনির প্রবেশের সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক-জাতিকারা সাড়ে সাতিতে পরিণত হবে ৷ ২০২৫ সালের ২৯ মার্চের পরে স্বস্তি পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/14
যদিও ২০৩০ পর্যন্ত এই রাশির জাতক-জাতিকারা ১৭ এপ্রিল পর্যন্ত হবে ৷ এই সময়ে কাজে আসবে বাধা ৷ নানান প্রতিকূলতার মধ্যেই আসবে বিশাল বাধা, সাড়ি সাতির প্রথম পর্যায় পরিশ্রম চলুক ৷ সত্যের পথে থাকুন, হিংসা করবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/14
সাড়ে সাতির প্রভাব নাজেহাল করবে জীবনকে ৷ ২০১৭ সালের ২৬ জানুয়ারি থেকে সাড়ে সাতি শুরু হয়েছে মকর রাশির জাতক-জাতিকাদের ৷ ২০২৫ সালের ২৯ল মার্চ পর্যন্ত সাড়ে সাতির মহাকষ্ট পাবেন ৷ এই সমস্ত থাকুন সাবধানে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/14
লক্ষে অভ্রান্ত থাকলে পাবেন সাফল্যও ৷ ধনু রাশির জাতক-জাতিকারা ২০২৩ সালের ১৭ জানুয়ারি সাড়ে সাতির দশা থেকে মুক্তি পাবেন ৷ সাড়ে সাতির শেষ পর্ব হবে মকরে ৷ কুম্ভতে দ্বিতীয় পর্ব ৷ আর প্রথম পর্ব মীনে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/14
এই সময় কুম্ভ রাশির ফলে অত্যন্ত প্রতিকূল হতে চলেছে ৷ জ্যোতিষ মতে সাড়ে সাতির দ্বিতীয় পর্ব অত্যন্ত ভয়ঙ্কর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/14
২৯ এপ্রিল শনি কুম্ভ রাশিতে প্রবেশ করার ফলে কর্কট ও বৃশ্চিক রাশিতে শুরু হয়েছে ঢাইয়া ৷ ২০২৪-এ এই মহাদশার মহাকষ্ট থেকে পরিত্রাণ পাবেন ৷ ১৭ জানুয়ারি ২০২৩ থেকে শনি মার্গী হবে বলেই তুলা ও মিথুনের উপর থেকে ঢাইয়ার প্রভাব মুক্তি হবে সম্পূর্ণ ভাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/14
২০২০ সালের ২৪ জানুয়ারি থেকে তুলাতে চলছে সাড়ে সাতি ৷ এই সময় অত্যন্ত খারাপ, খুব সাবধানে থাকুন, বাঁচুন ও বাঁচতে দিন সবাইকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/14
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচারবুদ্ধি দিয়েই জীবনে প্রয়োগ করুন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Bad Effect Till 2025: ২০২৫ পর্যন্ত তিন রাশির জীবন নাজেহাল করবে শনির মহাদশা, অর্থের ক্ষতি থেকে চরম সর্বনাশ অপেক্ষা করেছে নতুন বছরে!