Shani Asta: ফেব্রুয়ারির ‘এই’ তারিখ থেকেই ভাগ্যের ব্যাপক বদল, হাতে টাকা আটকে যাবে চুম্বকের মতো,প্রেমে উঠবে তুফান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shani Asta: শনির এই চলনে তোলপাড় বিভিন্ন রাশির জীবনে৷ তবে ‘এই’ রাশির জাতক-জাতিকারা কাটাতে চলেছেন কাঁপাকাঁপি সময়৷
advertisement
1/11

শনি কর্মফলদায়ক, তাই শনি মহারাজের প্রতিটা বদলেই বিভিন্ন রাশির জাতক-জাতিকার ওপর বড়সড় প্রভাব পড়ে৷ আর তাতেই তোলপাড় হয়ে যায় জীবন৷
advertisement
2/11
২০২৪ শনিদেব তাঁর মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে থাকবে। এই বছরের ১৭ ফেব্রুয়ারি শনি অস্ত যাচ্ছেন। শনির এই পরিবর্তন কিছু রাশির কিছু রাশির ওপর সুপ্রভাব ফেলবে। জাতক-জাতিকারা ধনলাভের সুগম পথ পাবেন৷
advertisement
3/11
১৭ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬.৫৬ তে শনি কুম্ভ রাশিতে অস্তমিত হবে। ২৬ মার্চ ভোর ৫.২০ মিনিটে শনি উদিত হবে।
advertisement
4/11
মেষ রাশিমেষ রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশিতে শনির অবস্থান থেকে বিপুল লাভবান হবেন। তাঁদের জন্য ভাল সময় আসবে। যারা ব্যবসায়ী তাঁরা সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের জন্যও এই সময়ে সাফল্যের সম্ভাবনা রয়েছে। আপনি দীর্ঘদিন ধরে কাজের সাফল্যের জন্য অপেক্ষা করে রয়েছেন সেসব কাজে সফল হবেন। সময় ভাল যাবে এবং সমাজে সম্মান পাবেন।
advertisement
5/11
বৃষবৃষ রাশির জাতক জাতিকাদের কথা বললে, কুম্ভ রাশিতে শনির অস্ত যাওয়া তাঁদের জন্যেও সুবর্ণ সময় নিয়ে আসবে। চাকুরিজীবীদের সাফল্যের সম্ভাবনা থাকবে। চাকুরিতে পদোন্নতি পেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা চাকরি পেয়ে যাবেন। আপনার মন সারা দিন খুশি থাকবে, আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি আপনার কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। বেসরকারি ক্ষেত্রে চাকরি করলে নতুন চাকরির সম্ভাবনা থাকবে৷ ভাগ্য আপনার হাতের মুঠোয় থাকবে৷
advertisement
6/11
মিথুন - যখনই শনির গতি পরিবর্তন হয়, এটি রাশিচক্রের উপর শুভ ও অশুভ প্রভাব ফেলে। তবে মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে ঠিক উল্টো হতে চলেছে শনি অস্ত হওয়া৷ মিথুনের জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে শনির অস্তমিত সাফল্য প্রদান করবে। আয়ের নতুন পথ খুলবে।
advertisement
7/11
কন্যা- এই রাশির জাতক-জাতিকারা সব ক্ষেত্রেই সাফল্য পাবেন। ব্যবসায়ীরা নিজেদের ব্যবসায় বড়সড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের পরিবারে সম্মান পাবেন এবং বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকবে। শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। লেখাপড়া করছেন যাঁরা তাঁরাও এই সময়ে সাফল্য পাবেন। জাতক-জাতিকার বাড়িতে ধর্মীয় ও শুভ কাজের যোগ তৈরি হবে৷ চাকুরিজীবীদের জন্যও সময়টি লাভজনক হবে।
advertisement
8/11
কর্কট - কর্কট রাশির অষ্টম ঘরে শনি অস্ত যাবে।এই সময় থেকে আপনার শুভ দিন শুরু হবে। ব্যবসায় নতুন পরিকল্পনা থেকে লাভ হবে। আর্থিক লাভের ভাল সম্ভাবনা রয়েছে। নিজের কাজে জীবন সঙ্গীর সহযোগিতা পাবেন।
advertisement
9/11
বৃশ্চিকবৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথা বললে এই সময়টা খুব ভাল হবে। ভাগ্য আপনার সহায় হবে, যে কাজেই করুন তাতেই সাফল্য পাবেন। কথাবার্তায় মাধুর্য থাকবে৷ তবে নিজের ওপর কিছুটা সংযম রাখতে হবে৷ সকলের সামনে নিজের অনুভূতি প্রকাশ না করাই ভাল। জাতক-জাতিকার ভ্রমণের সম্ভাবনা রয়েছে৷ ধর্মীয় কোনও স্থানেও যাত্রা করতে পারেন। বাড়িতেও শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ দীর্ঘদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে৷
advertisement
10/11
কুম্ভকুম্ভ রাশির জাতক- জাতিকাদের কথা বললে এটা সুখী থাকার সময়৷ কাজে সাফল্য পেলে সুখ বাড়বে এবং আত্মবিশ্বাস বাড়বে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাফল্য পাওয়ার যোগ রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে এই সময়ে আপনি সাফল্য পাবেন৷ জাতক-জাতিকার ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।
advertisement
11/11
এই প্রতিবেদন নিউজ ১৮ বাংলার নিজস্ব মতামত নয়, প্রচলিত মতের ভিত্তিতেই এই রিপোর্ট৷ সঠিক ফলাফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Asta: ফেব্রুয়ারির ‘এই’ তারিখ থেকেই ভাগ্যের ব্যাপক বদল, হাতে টাকা আটকে যাবে চুম্বকের মতো,প্রেমে উঠবে তুফান