Shani Asta 2023: আগামী ৩১ জানুয়ারি অস্তে শনি! এই ৬ কুঅভ্যাস থাকলে সংশোধন করুন আজই, গ্রহরাজ চরম ঘৃণা করেন
- Published by:Arjun Neogi
Last Updated:
Shani Asta 2023: এই খারাপ অভ্যাসগুলি আর যাইহোক জীবনে শান্তি দিতে পারেনা
advertisement
1/15

গ্রহরাজ শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা ৷ তিনি ৩০ বছর পরে নিজের ত্রিকোণ রাশি কুম্ভতে প্রবেশ করেছেন গত ১৭ জানুয়ারি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
গ্রহরাজ শনিদেব কোনও ভাবেই কোনও অন্যায় সহ্য করেন না ৷ তবে শনিকে সন্তুষ্ট করতে গেলে কয়েকটি বিষয় মেনে চলতে হবে নইলে তিনি রেগে যেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
আগামী ৩১ জানুয়ারি শনি অস্ত যেতে চলেছে ৷ কুম্ভ রাশিতে, এই সময়ে খারাপ অভ্যাস ত্যাগ করাটাই সব থেকে ভাল ৷ শনিদেব কোনও ভাবেই খারাপ অভ্যাস পছন্দ করেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
শনির অস্তের সময়ে খুবই সাবধানে থাকতে হবে ৷ তবেই সঠিক পথ হতে পারে জীবনের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
জ্যোতিষ মতে পা ঘষে ঘষে চলা শনিদেব একদমই পছন্দ করেন না ৷ অনেকেরই স্বভাব আছে হাঁটার ৷ যদি এই স্বভাব থেকে থাকে আজই ছেড়ে দিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
এই অভ্যাস থাকলে খারাপ কিছু ঘটতে পারে ৷ হওয়া কাজ আটকে যাবে, টাকা পয়সার অভাব লক্ষ্য করা যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
বাড়িতে বা অফিসে অনেক সময়েই দুলতে দেখতে পাওয়া যায় ৷ এটি অত্যন্ত অশুভ স্বভাবের ৷ এটি শুধুই চন্দ্র যে দুর্বল তার প্রমাণ দেয় তাই নয়, এতে শনির সমস্যা ঘিরে ধরবে ৷ এটাই বোঝা যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
এমন হলে মানষিক সমস্যার সঙ্গে লড়াই করতে হয় দিনরাত ৷ মানুষের ক্রমেই বাড়তে থাকে সমস্যা ৷ যাঁরা সুদের চাকায় সংসার চালান তাঁদের জন্য কঠিন সময় আসবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
কেননা সুদের টাকা একদমই পছন্দ করেন না গ্রহরাজ শনিদেব ৷ তাই এই কুঅভ্যাস থেকে নিজেকে বাঁচাতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
এদিকে ওদিকে থুথু ফেলার অভ্যাস কোনও ভাবেই শনিদেব পছন্দ করেন না ৷ এটি অত্যন্ত অশুভ একটি অভ্যাস ৷ এই অভ্যাস কুষ্ঠিতে শনিকে দুর্বল করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
এই অভ্যাস জীবনে অনেক কষ্ট দেয় ৷ এই অভ্যাস আজই ত্যাগ না করলে চরম মূল্য চোকাতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
বাথরুম সব সময়েই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ৷ এমন করলে কুষ্ঠিকতে চাঁদ আরও দুর্বল হয়ে যায় ৷ সর্বত্রই বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিৎ ৷ নইলে ক্রমেই চাপ বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
খাবার দাবার খাওয়ার পরে এঁটো বাসনপত্র রেখেজদিলে দৃষ্টিদোষ হতে পারে ৷ এমন ভুলেও করলে চলবেনা ৷ রান্নাঘরে এঁটো বাসনপত্র রেখে দিলে হাজার পরিশ্রম করলেও উপযুক্ত ফল পাবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
বাসনপত্র সঠিক জায়গায় না রাখলে চন্দ্রের কোপে পড়তে পারেন ৷ এই দোষ দূর করতে এখন থেকেই সাবধান হন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Asta 2023: আগামী ৩১ জানুয়ারি অস্তে শনি! এই ৬ কুঅভ্যাস থাকলে সংশোধন করুন আজই, গ্রহরাজ চরম ঘৃণা করেন