TRENDING:

Shacking Various Body Parts: ডান চোখ কাঁপলে খারাপ, বাম চোখ কাঁপলে? জানুন কোন অংশ কাঁপার অর্থ কী

Last Updated:
Shacking Various Body Parts: অনেকেই বলেন ডান চোখ কাঁপলে খারাপ, বাম চোখ কাঁপলে ভাল ইত্যাদি। জানুন কোন অংশ কাঁপার অর্থ কী।
advertisement
1/7
ডান চোখ কাঁপলে খারাপ, বাম চোখ কাঁপলে? জানুন কোন অংশ কাঁপার অর্থ কী
শরীরের নানা অংশ অনেক সময়ই কাঁপে। এমন অনুভব মাঝে মধ্যেই আমদের সকলের হয়। লক্ষ্য করি যে, আমাদের শরীরের কিছু অংশ হঠাৎ করে কেঁপে উঠে। কখনও চোখ, কখনও কান আবার কখনও হাত। শরীরের এই এক একটি অংশ কাঁপার ফল এক এক রকম হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এগুলির ভিন্ন অর্থ রয়েছে। অনেকেই বলেন ডান চোখ কাঁপলে খারাপ, বাম চোখ কাঁপলে ভাল ইত্যাদি। জানুন কোন অংশ কাঁপার অর্থ কী। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/7
দুই চোখ কাঁপলে: যে কোনও বিষয়ে আনুগত্য প্রাপ্তির সম্ভাবনা। ডান চোখ কাঁপলে: অর্থ বৃদ্ধি ও বাড়িতে বন্ধু বা আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা। ডান চোখের নীচের অংশ কাঁপলে: শরীরের কোনও অংশে যন্ত্রণা হতে পারে।
advertisement
3/7
বাম চোখ কাঁপলে: যে কোনও ভাবে অর্থ হানি এবং অশান্তি হওয়ার আশঙ্কা। চোখের কোণ কাঁপলে: বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
4/7
কপাল কাঁপলে: বাসস্থান বৃদ্ধির সম্ভাবনা। মাথা কাঁপলে: নতুন জমি পাওয়ার সম্ভাবনা।
advertisement
5/7
ঠোঁট কাঁপলে: অনেক দিনের পুরনো কোনও ইচ্ছা পূরণ হতে পারে। বাম কান কাঁপলে: শরীরের উপরি ভাগের কোনও অংশে যন্ত্রণা হওয়ার আশঙ্কা।
advertisement
6/7
ডান কান কাঁপলে: বিদ্যালাভ এবং নতুন আত্মীয় হওয়ার সম্ভাবনা। দুটো কান এক সঙ্গে কাঁপলে: প্রচুর ধন-সম্পত্তি পাওয়ার যোগ।
advertisement
7/7
গলা কাঁপলে: ভাল ভোজন প্রাপ্তির যোগ এবং সুখ প্রাপ্তিও হতে পারে। জিহ্বা কাঁপলে: নতুন বন্ধু হতে পারে। ভ্রু ও নাক কাঁপলে: প্রিয় জনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার সম্ভবনা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shacking Various Body Parts: ডান চোখ কাঁপলে খারাপ, বাম চোখ কাঁপলে? জানুন কোন অংশ কাঁপার অর্থ কী
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল