September 2023 Grah Gochar: বদলাবে ভাগ্যরেখা, সেপ্টেম্বরে গ্রহ গোচরে কী ঘটতে চলেছে? বিস্তারিত জানতে পড়ুন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আগামী সেপ্টেম্বর মাসে ৫টি গ্রহ নিজেদের অবস্থান পরিবর্তন করবে। সেপ্টেম্বরে বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং সূর্য নিজের গতি পরিবর্তন করে স্থানান্তরিত হবেন।
advertisement
1/6

আমরা হামেশাই বলে থাকি, ভাগ্য সতত পরিবর্তনশীল। কথাটা নেহাত মিথ্যাও নয়। ঠিক যেমন দিনের পরে রাত আসে, তেমন করেই ঘন ঘন বদলে যেতে থাকে ভাগ্যের চলন। কখনও তা আমাদের জন্য নিয়ে আসে শুভ সময়, আবার কখনও তা অশুভ মুহূর্তের জেরে জীবনকে অস্থির করে তোলে। কীভাবে ভাগ্যাকাশে এই বদলের খেলা চলে, তা আমরা সাধারণ মানুষ বুঝতে না পারলেও জ্যোতিষ এর সুস্পষ্ট কারণ দর্শিয়েছে।
advertisement
2/6
আসলে, গ্রহজগতের বিভিন্ন গ্রহ অবিরাম নিজেদের অবস্থান পরিবর্তন করে চলেছে। প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর নিজেদের অবস্থান পরিবর্তন করে এবং এর প্রভাব রাশিচক্রের ১২টি রাশির ওপর পড়ে। জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। পোশাকি ভাষায় গ্রহের এই এক রাশি থেকে অন্য রাশিতে অবস্থান পরিবর্তনকে বলা হয়ে থাকে গোচর। সেপ্টেম্বর মাসে ৫টি গ্রহ নিজেদের অবস্থান পরিবর্তন করবে।
advertisement
3/6
সেপ্টেম্বরে বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং সূর্য নিজের গতি পরিবর্তন করে স্থানান্তরিত হবেন। এদের মধ্যে বৃহস্পতির বিপরীতমুখী অবস্থানে স্থান পরিবর্তন করবেন, বুধ এবং শুক্র সরাসরি নিজেদের অবস্থানে থাকবেন, অন্য দিকে, মঙ্গলের অবস্থান রাশিচক্রের ১২টি রাশির উপর প্রভাব ফেলবে।
advertisement
4/6
শুক্র গোচর, ২০২৩- বৃহস্পতি আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সকাল ৬টা বেজে ৫০ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবেন শুক্র। শুক্রকে সুখ এবং সম্পদের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়।
advertisement
5/6
সূর্য গোচর, ২০২৩- সূর্য আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ১টা বেজে ৪৩ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবেন। এই দিনটি কন্যা সংক্রান্তি হিসেবে পালিত হবে। গ্রহের মধ্যে কেবল সূর্যের গোচরকে সংক্রান্তি আখ্যা দেওয়া হয়েছে।
advertisement
6/6
বুধ গোচর, ২০২৩- বুধকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুদ্ধিমত্তা এবং বক্তৃতা ইত্যাদির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বুধ বর্তমানে সিংহ রাশিতে অবস্থান করছেন। আগামী ১৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে বুধ সকাল ১টা বেজে ৫০ মিনিটে রাশিতে অধিষ্ঠান করতে চলেছেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
September 2023 Grah Gochar: বদলাবে ভাগ্যরেখা, সেপ্টেম্বরে গ্রহ গোচরে কী ঘটতে চলেছে? বিস্তারিত জানতে পড়ুন