Chankya Niti: কোন প্রকার সঙ্গীকে অন্ধ ভাবে বিশ্বাস করতে পারেন, দেখে নিন কী বলছে চাণক্য নীতি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Chankya Niti: চাণক্য নীতি মেনে জীবনের অনেক সমস্যার সমাধান করা যায় সহজে৷
advertisement
1/5

চাণক্য নীতি মেনে জীবনের অনেক সমস্যার সমাধান করা যায় সহজে৷ আচার্য চাণক্য জীবনের অনেক নীতি, আদর্শ নিয়ে নানারকম বক্তব্য দিয়েছেন৷ সেগুলি মেনে চললে জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি মেলে বলে অনেকেই বিশ্বাস করেন৷
advertisement
2/5
তাঁকেই আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, যাঁর স্বভাবে এটা স্পষ্ট যে তিনি সাধারণ মানুষকে যে কোনও বিপদে সাহায্য করতে পারেন৷ তিনি অন্যকে খুশি দেখার জন্য অনেকটা দায়িত্ব নিতে পারেন, তাঁকে অন্ধ ভাবে বিশ্বাস করা যায়৷
advertisement
3/5
একজন সফল মানুষকে অন্য মানুষের কাছে উৎসাহপ্রবণ বলে বিশ্বাস করা হয়৷ তাঁকে সাধারণ ভাবে সহজে বিশ্বাস করা চলে৷
advertisement
4/5
সাধারণত কম বয়সের মানুষেরা খুব অলস হন৷ কিন্তু চাণক্য বলছেন, কখনই জীবনকে অলসতার দিক থেকে দেখা উচিত নয়৷ বরং দেখা উচিত কী ভাবে আরও উন্নতি করা যায়৷ সেই কারণে আলস্য কাটানো উচিত৷
advertisement
5/5
চাণক্য জীবন সম্পর্কে অনেকরকম কথা বলেছেন৷ সেগুলি মেনে চললে জীবনে অনেকরকম উন্নতি করা সম্ভব৷ সেগুলি একবার দেখে নিলে জীবনে শান্তি আসে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chankya Niti: কোন প্রকার সঙ্গীকে অন্ধ ভাবে বিশ্বাস করতে পারেন, দেখে নিন কী বলছে চাণক্য নীতি