Gajalakshmi Rajyog: চার রাশির পকেটে টাকা আসবে হুহু করে! পুজোর আগে কাদের ভরবে পকেট
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Gajalakshmi Rajyog: এই বছর ৭ অগাস্ট শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে৷ এর ফলে শুরু হতে চলেছে গজলক্ষী রাজযোগ৷
advertisement
1/7

দুর্গাপুজো মানেই কেনাকাটা, একগুচ্ছ টাকা খরচ৷ আর যদি সেই পুজোর মুখেই অনেকগুলো টাকা পেয়ে গেলে কেমন হয়? তেমন কপাল হতে চলেছে চারটি রাশির৷ মা লক্ষ্মীর কৃপায় শুভ যোগের ফলে বেশ কিছু টাকা পেতে চলেছেন এই রাশির লোকেরা৷
advertisement
2/7
এই বছর ৭ অগাস্ট শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে৷ এর ফলে শুরু হতে চলেছে গজলক্ষী রাজযোগ৷ সাধারণত এর ফলে, মানে শুক্রর ফলে বহু রাশির হাতে টাকা আসবে৷ অনের রাশি আর্থক উন্নতির রাস্তা দেখতে পাবেন৷
advertisement
3/7
মিথুন রাশির হাতে অনেক বড় কোনও উপহার আসতে পারে৷ এই রাশির হতে পারে অনেকটা আর্থিক উন্নতি৷ আগাম খবরও পেতে পারেন আর্থিক উন্নতির৷ এ ছাড়া কোথাও বিনিয়োগ করলেও আপনি লাভ করতে পারেন৷
advertisement
4/7
কর্কট: শুক্রের গোচর ঘটবে কর্কট রাশিতে৷ এর ফলে এই রাশির জাতক-জাতিকারা এই লাভের মুখ দেখতে পারেন৷ এই রাশির মানুষের হাতে অনেকগুলো টাকা আসতে পারে৷ পারিবারিক জীবন ভাল হবে, তা ছাড়া টাকাও আসবে৷ আটকে থাকা টাকাও ফেরত পাবেন৷
advertisement
5/7
মকর: এই যোগের ফলে আপনার জীবনে অনেররকম পরিবর্তন আসতে পারে৷ আপনার হাতে আসতে পারে অনেকগুলো টাকা৷ জীবনে অনেকগুলো সমস্যার সমাধান হবে, আপনার জীবনে টাকাও আসবে দ্রুত৷ পারিবারিক জীবনেও অনেক সুখ পাবেন৷
advertisement
6/7
কন্যা: আপনি নানা দিক থেকে উন্নতির সূত্র খুঁজে পাবেন এই সময়ে৷ কেরিয়ারে উন্নতি হবে৷ কাজ আটকে থাকলে সেটাও হয়ে যাবে৷ মা লক্ষ্মী আপনার সঙ্গে থাকবেন, আপনার হাতেও অনেকটা টাকা আসতে পারে৷
advertisement
7/7
তুলা: অর্থের অনেক সমস্যা মিটতে পারে৷ আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটা ভাল হতে পারে৷ বিভিন্ন দিক থেকে আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে৷ আপনার হাতেও অনেকগুলো টাকা আসতে পারে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Gajalakshmi Rajyog: চার রাশির পকেটে টাকা আসবে হুহু করে! পুজোর আগে কাদের ভরবে পকেট