TRENDING:

Second Solar Eclipse of 2024: আসছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ! কবে, কতক্ষণ চলবে? ভারতে দেখা যাবে? জানুন সূতককাল ও অমঙ্গল এড়াতে কী করবেন

Last Updated:
Second Solar Eclipse of 2024: খালি চোখে সূর্যগ্রহণ দেখা অত্যন্ত ক্ষতিকর। পাশাপাশি, জ্যোতিষ মতে গ্রহণের সূতককালে কিছু কাজ তথা আচরণ সম্পূর্ণ বর্জনীয়।
advertisement
1/9
বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে? জানুন সূতককাল ও অমঙ্গল এড়াতে কী করবেন
নিজেদের কক্ষপথে পরিক্রমণের সময় যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে, সে সময় চাঁদের আড়ালে সূর্যরশ্মি পৌঁছতে পারে না পৃথিবীতে।
advertisement
2/9
এই মহাজাগতিক অবস্থানের জন্য সূর্যরশ্মি হয়। সব সময় অমাবস্যাতেই সূর্যগ্রহণ হয়ে থাকে।
advertisement
3/9
এ বছর প্রথম সূর্যগ্রহণ ছিল ৮ এপ্রিল। এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ২ অক্টোবর।
advertisement
4/9
ভারতীয় সময় অনুযায়ী ২ অক্টোবর রাত ৯.১৩ থেকে শুরু হবে সূর্যগ্রহণ। চলবে রাত ৩.১৭ পর্যন্ত। তবে দীর্ঘ এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়।
advertisement
5/9
আর্কটিক অংশ, আর্জেন্তিনা, ফিজি, চিলি, পেরু, ব্রাজিল, নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অংশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে।
advertisement
6/9
খালি চোখে সূর্যগ্রহণ দেখা অত্যন্ত ক্ষতিকর। পাশাপাশি, জ্যোতিষ মতে গ্রহণের সূতককালে কিছু কাজ তথা আচরণ সম্পূর্ণ বর্জনীয়।
advertisement
7/9
সাধারণত গ্রহণের ১২ ঘণ্টা আগে থেকে শুরু হয় সূতককাল। জ্যোতিষ তথা বাস্তু বিশেষজ্ঞ গৌরবকুমার দীক্ষিতের মতে রান্না করা, খাবার খাওয়া, ধারাল অস্ত্র ধরা, কোনও শুভ কাজ করা এই সময়ে নিষিদ্ধ।
advertisement
8/9
পুজো, নামগান, ভজন, স্তোত্রপাঠ সূতককালে করা যায় বলে মত জ্যোতিষীর।
advertisement
9/9
তবে গ্রহণ কোনও দেশ থেকে দৃশ্যমান না হলে সূতককালে পালনীয় নিয়ম, আচার অনুষ্ঠান পালন না করলেও ক্ষতি নেই বলে মত জ্যোতিষীর।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Second Solar Eclipse of 2024: আসছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ! কবে, কতক্ষণ চলবে? ভারতে দেখা যাবে? জানুন সূতককাল ও অমঙ্গল এড়াতে কী করবেন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল