Scorpio: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কেমন ব্যক্তিত্বের অধিকারী হন? আর তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্যই বা কী? যা বলছে জ্যোতিষশাস্ত্র
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Scorpio Personality Traits: যাঁদের জন্ম ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে, তাঁরা আসলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকা।
advertisement
1/4

রাশিচক্রে সবথেকে যে রাশিটিকে ভুল বোঝা হয়ে থাকে, সেই রাশিটি হল বৃশ্চিক রাশি। যাঁদের জন্ম ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে (Sun Sign), তাঁরা আসলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। এঁদের অবিশ্বাস্য আবেগ এবং ক্ষমতার কারণে অনেক সময় এই রাশিটিকে ফায়ার সাইন হিসেবে ভুল করা হয়। অথচ আদতে বৃশ্চিক রাশি হল ওয়াটার সাইন। যা আধ্যাত্মিকতা এবং আবেগ থেকে শক্তি আহরণ করে।
advertisement
2/4
ফলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কাছে জীবনটা অনেকটা দাবা খেলার মতো। কোনও কিছুতে এগোনোর কয়েক ধাপ আগে থেকেই তাঁরা সব কিছু ছকে নিতে পছন্দ করেন। এমনকী, আগে থেকে নিজেদের পদক্ষেপ প্রকাশ্যে আনেন না তাঁরা। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা নিজেরা কী চান, সেটা খুব ভাল করেই জানেন। কঠোর পরিশ্রম করতে কখনওই পিছপা হন না তাঁরা। এমনকী লক্ষ্যে পৌঁছনোর জন্য যত দূর সম্ভব যেতে পারেন।
advertisement
3/4
আর বৃশ্চিক রাশির অধিপতি হল প্লুটো। এই গ্রহটি আবার ধ্বংস এবং রূপান্তর উভয়ই নিয়ন্ত্রণ করে থাকে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হন। কখনও কখনও ক্ষমতালোভী হয়ে উঠতে পারেন তাঁরা। সেক্ষেত্রে তাঁদের মনে রাখা আবশ্যক যে, তাঁরা যদি ইগোর নিয়ন্ত্রণ চলে যান, তাহলে সেটা তাঁদের জন্য ঝুঁকির বিষয় হয়ে দাঁড়াবে।
advertisement
4/4
বন্ধু অথবা সঙ্গীর সঙ্গে তীব্র অন্তরের টান গড়ে তুলতে সক্ষম এই রাশির জাতক-জাতিকারা। অন্যদের সঙ্গে বিশ্বাস-ভরসাও অনায়াসে গড়ে তুলতে পারেন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অতুলনীয় সহানুভূতি, গভীরতা এবং প্রতিশ্রুতি প্রদর্শন করে, যা এই রাশির জাদুকরী মানসিকতার অন্ধকারতম অংশগুলিকেও উজ্জ্বল করে তোলে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Scorpio: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কেমন ব্যক্তিত্বের অধিকারী হন? আর তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্যই বা কী? যা বলছে জ্যোতিষশাস্ত্র