Lord Shiva Sawan Somwar 2023: শ্রাবণ সোমবারে এই ৭ ফুলে করুন শিব পুজো, মহাদেব হবেন তুষ্ট, ভোলেবাবার আশীর্বাদে পূরণ হবে সব ইচ্ছে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Lord Shiva Sawan Somwar 2023: শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পুজোর জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই সময় শিব মন্দিরগুলিতে উপচে পড়ে ভক্তদের ভির। সংসারে সুখ-সমৃদ্ধি-শান্তির জন্য ভক্তরা নিষ্ঠাভরে পুজো করে থাকেন। তবে এমন ৭টি ফুল রয়েছে যেগুলি মহাদেবকে অর্পণ করলে আশীর্বাদ শীঘ্রই পাওয়া যায় বলে মনে করা হয়।
advertisement
1/10

হিন্দু ধর্মে শিবকে দেবাদিদেব হিসেবে মানা হয়। সারা বছর শিবের পুজো করা হয়। শ্রাবণ মাস ভোলানাথের প্রিয় মাস। এই মাসেই ভক্তরা শিবের পুজো, উপবাস, মানত করে থাকেন। শিবের পুজো করলে শুধু সুখ, সমৃদ্ধি, শান্তি আসে না, দাম্পত্য জীবনের নানা কলহ দূর হতে পারে।
advertisement
2/10
হিন্দু ধর্ম মতে শিব অল্পতেই সন্তুষ্ট। আর এবারের শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ২ মাস ধরে চলবে শিবের প্রিয় মাস। শ্রাবণ চলবে ৪ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত। ফলে ভোলে বাবার আশীর্বাদ ও কৃপা পাওয়ার খুব ভাল সময় এবারের শ্রাবণ।
advertisement
3/10
শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পুজোর জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই সময় শিব মন্দিরগুলিতে উপচে পড়ে ভক্তদের ভির। সংসারে সুখ-সমৃদ্ধি-শান্তির জন্য ভক্তরা নিষ্ঠাভরে পুজো করে থাকেন। তবে এমন ৭টি ফুল রয়েছে যেগুলি মহাদেবকে অর্পণ করলে আশীর্বাদ শীঘ্রই পাওয়া যায় বলে মনে করা হয়।
advertisement
4/10
শিবের পুজোতে বেল পাতা যে অপরিহার্য সেই কাছেই জানা। তাই শ্রাবণের সোমবারে বিল্বপত্রের পাশাপাশি অবশ্যই রাখুন বেল ফুল ও বেল। এই তিনটি জিনিস শ্রাবণ মাসে একসঙ্গে মহাদেবকে অর্পণ করলে সুখী দাম্পত্য জীবন হয় ও সংসারের নানা সমস্যা দূর হয়।
advertisement
5/10
ধুতুরা ফুল শিব পুজোয় কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই ফুল দিয়ে পুজো করলে শিবের কৃপা পাওয়া যায়। শিবলিঙ্গে ধুতুরা ফুল দিলে সমস্ত বাধা থেকে মুক্তি পাওয়া যায়। অনেকে পুত্রলাভের মনোস্কামনা থেকেও শিবলিঙ্গে ধুতুরা ফুল দিয়ে থাকেন।
advertisement
6/10
শিবের পুজোয় জুই ফুলও খুব পবিত্র বলে মনে করা হয়। আর জুই ফুল শুধু শিবের নয়, হনুমানজিরও খুব প্রিয় বলে আমরা সকলেই জানি। সংসারের নানা মঙ্গল পুজোতেও এই ফুল ব্যবহার করা হয়। শ্রাবণে শিবের পুজোয় এই ফুল দিলে মনোস্কামনী পূরণ হয়। এই ফুলের ব্যবহার বাহনের সুখ বৃদ্ধি করে ও ঘন ঘন দুর্ঘটনা ঘটা থেকে মুক্তি দেয়।
advertisement
7/10
শ্রাবণ মাসে ডুমুর গাছ ঘরের বাইরে লাগাতে পারলে তা খুব শুভ। ডুমুরও শিবের খুব প্রিয় বলে শোনা যায়। ডুমুর ও ডুমুরের ফুল দিয়ে পুজো করতে পারলে ভাল। শ্রাবণ মাসে শিবের আরাধনা ও প্রতিকৃতির ফুল দিয়ে রুদ্রী পাঠ করলে সকল প্রকার রোগ নাশ হয়। স্বাস্থ্য উপকার পাওয়া যায়।
advertisement
8/10
শ্রাবণ মাসে শিবের পুজোয় তিসি ফুল নিবেদন করাও শুভ বলা হয়। এই ফুল শিব লিঙ্গে দিলে মহাদেবের সঙ্গে লক্ষ্মী ও বিষ্ণুরও আশীর্বাদ পাওয়া যায়। এর ফলে বিভিন্ন রোগের মুক্তির পাশাপাশি সংসারের আর্থিক উন্নতি হয় বলেও জানা যায়।
advertisement
9/10
শমী ফুলও মহাদেবের অত্যন্ত প্রিয় বলে জানা যায়। এই ফুল দেবাদিদেবকে পুজোয় দিলে মোক্ষ লাভের অধিকারী হওয়া যায় বলে মনে করা হয়। এছাডা শমী ফুল দিয়ে শিবের পুজো করলে চঞ্চল মনে স্থিরতা আসে, সংসারে আসে সুখ-শান্তি।
advertisement
10/10
কাঠকরবী ফুলও মহাদেবের খুবই প্রিয় বলে জানা যায়। এই ফুলের আভা ও গন্ধ দেবাদিদেবকে তুষ্ট করে বলে মনে করা হয়। এই ফুল অর্পণ করলে সংসাকে সুখ-সমৃদ্ধি-আর্থিক উন্নতি-সমস্ত বাধা থেকে মুক্তি মেলে। ফলে শ্রাবণ মাস হোক বা বছরের অন্যান্য সময় শিবের পুজোয় এই সাত ফুল রাখাটা ভাল।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lord Shiva Sawan Somwar 2023: শ্রাবণ সোমবারে এই ৭ ফুলে করুন শিব পুজো, মহাদেব হবেন তুষ্ট, ভোলেবাবার আশীর্বাদে পূরণ হবে সব ইচ্ছে