মহাদেবের পুজোয় এই ‘পাতা’ দিলেই সর্বনাশ! তাঁর কোপে ছারখার জীবন! সোমবার এই ‘২ ফুল’ দিলেই শিবের আশীর্বাদে মালামাল আপনি!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sawan Somvar Vrat Dos and Dont:শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দেবাদিদেবের মাথায় দুধ, গঙ্গাজল ঢেলে অভিষেক করান ভক্তরা। কিন্তু এই দিনগুলিতে মহাদেবকে কী কী ফুল অর্পণ করলে তিনি খুশি হবেন জানেন?
advertisement
1/7

শ্রাবণ মাস মানেই শিব ভক্তদের কাছে উৎসবের দিন। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দেবাদিদেবের মাথায় দুধ, গঙ্গাজল ঢেলে অভিষেক করান ভক্তরা। কিন্তু এই দিনগুলিতে মহাদেবকে কী কী ফুল অর্পণ করলে তিনি খুশি হবেন জানেন?
advertisement
2/7
বিশিষ্ট জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম বলছেন, শ্রাবণ মাসে, বিশেষত শ্রাবণী সোমবারে অবশ্যই শিবলিঙ্গে বেল পাতা অর্পণ করতে হয়। তবে বেল পাতা ১১ অথবা ২১ টি অর্পণ করবেন। চেষ্টা করবেন বেলপাতা সোমবার না তুলে আগের দিন তুলে রাখতে। দেখবেন, যেন বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গকে স্পর্শ করে থাকে৷ অমসৃণ অংশটি বাইরের দিকে থাকবে৷
advertisement
3/7
দেবাদিদেবের অন্য আরও একটি প্রিয় ফুল হল ধুতরো। ধুতরো ফুল অর্পণ করলে মহাদেব প্রসন্ন হন। ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ধুতুরা বা ধুতরো ফুল শিবলিঙ্গে দেওয়ার পাশাপাশি ধুতরো ফল অর্পণ করতে পারেন। কিন্তু অবশ্যই সেগুলি আগে গঙ্গাজলে ধুয়ে নেবেন।
advertisement
4/7
যাঁদের বিয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, তাঁরা শ্রাবণ সোমবার ব্রত পালন করার সময় শিবলিঙ্গে অবশ্যই আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা দেবেন। কারণ এই ফুলটিও মহাদেবের ভীষণ প্রিয়। মহাদেবের কৃপায় বিবাহে বাধা কেটে যাবে, দাম্পত্য জীবন সুখের হবে।
advertisement
5/7
শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করার সময় শিবকে গঙ্গা জলে অভিষেক করুন। সেই গঙ্গাজলে অবশ্যই একটি সাদা ফুল দিতে ভুলবেন না । তাছাড়া এদিন মহাদেবকে দিন কলকে ফুল। এই নিয়ম মানলে মহাদেব বিভিন্ন বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন।
advertisement
6/7
কিন্তু মহাদেবের পুজোয় একটি ভুল করা থেকে বিরত থাকুন।তুলসি পাতা বিভিন্ন পুজোয় গুরুত্বপূর্ণ হলেও, মহাদেবকে ভুলেও তুলসি অর্পণ করবেন না। এই ভুলটি করলে মহাদেব ভীষণ রুষ্ট হবেন। তাই কোনওভাবেই দেবাদিদেবের পুজোর সময় তাঁকে তুলসি দেবেন না।
advertisement
7/7
কিন্তু মহাদেবের পুজোয় একটি ভুল করা থেকে বিরত থাকুন।তুলসি পাতা বিভিন্ন পুজোয় গুরুত্বপূর্ণ হলেও, মহাদেবকে ভুলেও তুলসি অর্পণ করবেন না। এই ভুলটি করলে মহাদেব ভীষণ রুষ্ট হবেন। তাই কোনওভাবেই দেবাদিদেবের পুজোর সময় তাঁকে তুলসি দেবেন না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
মহাদেবের পুজোয় এই ‘পাতা’ দিলেই সর্বনাশ! তাঁর কোপে ছারখার জীবন! সোমবার এই ‘২ ফুল’ দিলেই শিবের আশীর্বাদে মালামাল আপনি!