Sawan Somvar Shiv Puja Prasad: কোন প্রসাদে তুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব? তাঁর পুজোয় কী কী নিবেদন করলে আশীর্বাদে পূর্ণ হবে সকল ইচ্ছে? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sawan Somvar Shiv Puja Prasad: ভগবান শিব সামান্য উপকরণেই সন্তুষ্ট হন৷ তাঁর পুজোয় কী কী প্রসাদ দেবেন, জেনে নিন৷ কোন প্রসাদে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেবেন ভোলানাথ, জানুন৷
advertisement
1/7

শ্রাবণ মাস সার্বিক ভাবে এবং বিশেষত এই মাসের সোমবারগুলি বিশেষ পবিত্র ও গুরুত্বপূর্ণ ৷ শৈব ভক্তদের বিশ্বাস, এই পুণ্যতিথি ভক্তি ও নিষ্ঠা ভরে পালন করলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে জীবনে দুঃখ দুর্দশা বা অভাব অনটন থাকে না৷ সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় জীবন৷
advertisement
2/7
ভগবান শিব সামান্য উপকরণেই সন্তুষ্ট হন৷ তাঁর পুজোয় কী কী প্রসাদ দেবেন, জেনে নিন৷ কোন প্রসাদে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেবেন ভোলানাথ, জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/7
শিবের পুজোয় প্রসাদের মধ্যে অন্যতম পঞ্চামৃত৷ দুধ,দই, ঘি, চিনি এবং মধু মিশিয়ে তৈরি হয় পঞ্চামৃত৷ সাদা প্রসাদে সাজিয়ে দিতে পারেন মহাদেবের পুজো এবং নৈবেদ্যের থালা৷ সাদা মিষ্টি তাঁর পুজোর প্রসাদের অন্যতম অংশ৷
advertisement
4/7
অনেকেই মহাদেবের পুজোয় নিবেদন করেন বাড়িতে তৈরি মালপোয়া৷ শ্রাবণ সোমবারে মহাদেবকে দিন ৫ রকম মরশুমি ফল৷
advertisement
5/7
শিবপুজোর প্রসাদে থাকে কন্দমূলও৷ দুধ, ফলের রস দিয়ে তৈরি ঠান্ডাই উৎসর্গ করুন মহাদেবের পুজোয়৷
advertisement
6/7
শিবের পুজোয় ভক্তরা নিবেদন করেন ক্ষীর এবং পায়েস৷ হালুয়া এবং শুকনো ফল সাজিয়ে দেন মহাদেবের সামনে সাজানো প্রসাদের থালা৷
advertisement
7/7
বাড়িতে যদি কোনও প্রসাদের বন্দোবস্ত না করা যায়, তাহলে সামান্য গুড় এবং বাতাসা দিয়েই নিষ্ঠা ভরে মহাদেবের পুজো করলে পাবেন তাঁর আশীর্বাদ৷ পূর্ণ হবে মনের সব ইচ্ছে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Sawan Somvar Shiv Puja Prasad: কোন প্রসাদে তুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব? তাঁর পুজোয় কী কী নিবেদন করলে আশীর্বাদে পূর্ণ হবে সকল ইচ্ছে? জানুন