TRENDING:

Shravan Yog: শ্রাবণ মাসে তৈরি হচ্ছে ৬ বিশেষ যোগ, জেনে নিন পুজোর শুভ সময় ও পদ্ধতি

Last Updated:
Sawan Somvar: তিথি সমন্বয়ের কারণে এ বছর শ্রাবণ মাস ২৯ দিনের। কাকতালীয় ঘটনাটি হল, শ্রাবণ শুরু হচ্ছে সোমবার থেকে। শ্রাবণের শেষ দিনও সোমবার। শুধু তাই নয়, শ্রাবণে এবার ৫টি সোমবার পড়েছে।
advertisement
1/7
শ্রাবণ মাসে তৈরি হচ্ছে ৬ বিশেষ যোগ, জেনে নিন পুজোর শুভ সময় ও পদ্ধতি
শ্রাবণ মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শিবভক্তরা। এ বছর শ্রাবণ মাস শুরু হচ্ছে ২২ জুলাই থেকে। চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। সবচেয়ে বড় ব্যাপার হল, এবার শ্রাবণ মাসে ৬টি বিশেষ যোগ তৈরি হচ্ছে। যা অত্যন্ত বিরল।
advertisement
2/7
পণ্ডিত মহেশ দাইমা লোকাল 18-কে বলেন, তিথি সমন্বয়ের কারণে এ বছর শ্রাবণ মাস ২৯ দিনের। কাকতালীয় ঘটনাটি হল, শ্রাবণ শুরু হচ্ছে সোমবার থেকে। শ্রাবণের শেষ দিনও সোমবার। শুধু তাই নয়, শ্রাবণে এবার ৫টি সোমবার পড়েছে। উল্লেখ্য, সোমবার মহাদেবের বার হিসেবে ধরা হয়।
advertisement
3/7
২ অগাস্ট শিবরাত্রি: শাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসে ৫টি সোমবার পড়লে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সাধারণ মানুষের সুখ, সম্পদ ও সমৃদ্ধির কারণ হয়। তাছাড়া শ্রাবণ মাসে শিবরাত্রিও বিশেষ তাৎপর্য বহন করে। এ বছর শিবরাত্রি পড়েছে ২ অগাস্ট, শুক্রবার।
advertisement
4/7
পাঁজি অনুযায়ী, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ২ অগাস্ট বিকেল ৩.২৭ মিনিটে শুরু হবে। চলবে ৩ অগাস্ট বিকেল ৩.৫১ মিনিট পর্যন্ত।
advertisement
5/7
তৈরি হচ্ছে বিশেষ যোগ: পণ্ডিত মহেশ দায়মা লোকাল 18-কে বলেন, শ্রাবণ মাসে ৬টি শুভ যোগ তৈরি হচ্ছে। সেগুলি হল – প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, স্বার্থ সিদ্ধ যোগ, শিবমাস যোগ এবং করণ যোগ।
advertisement
6/7
শ্রাবণের প্রথম দিনে প্রীতি এবং শিববাস যোগ পাবেন ভক্তরা।শিববাস যোগকে জলাভিষেকের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগে শিবের জলাভিষেক করলে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। তাছাড়া শ্রাবণ মাসের সোমবারে ভোলেনাথের পুজো, উপবাস এবং জল অর্পণের বিধি রয়েছে, এতে মহাদেব প্রসন্ন হন। শ্রাবণ মাসের সোমবারের উপবাস ছাড়াও প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরী উপবাসও পালন করা হয়।
advertisement
7/7
শ্রাবণ মাসের পাঁচটি সোমবারের তারিখ:প্রথম সোমবার – ২২ জুলাই দ্বিতীয় সোমবার – ২৯ জুলাই তৃতীয় সোমবার – ৫ অগাস্ট চতুর্থ সোমবার - ১২ অগাস্ট পঞ্চম সোমবার – ১৯ অগাস্ট
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shravan Yog: শ্রাবণ মাসে তৈরি হচ্ছে ৬ বিশেষ যোগ, জেনে নিন পুজোর শুভ সময় ও পদ্ধতি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল