TRENDING:

Sawan Somvar Shiv Puja Dos & Donts: শিবপুজোয় এই ২ ফুল ও ১ পাতা দিলেই সর্বনাশ! মহাদেবের কোপে চুরমার জীবন! দুঃখের কাঁটায় ছিন্নভিন্ন সুখ!

Last Updated:
Sawan Somvar Shiv Puja Dos & Donts: কথিত, ভক্তের নিষ্ঠা পূর্ণ অর্ঘ্যেই সন্তুষ্ট হন দেবাদিদেব মহাদেব৷ তাঁর উপকরণ সামান্য৷ তবে কিছু জিনিস কোনও মতেই অর্পণ করা যাবে না মহাদেবের পুজোয়৷
advertisement
1/6
শিবপুজোয় এই ২ ফুল ও ১ পাতা দিলেই মহাদেবের কোপে চুরমার জীবন! দুঃখের কাঁটায় ছিন্নভিন্ন সুখ
শ্রাবণ মাস শিবভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ৷ এই মাসের সোমবারগুলি ভক্তরা মহাদেবের কাছে পুজো নিবেদন করেন৷ উপবাস ব্রত রেখে অভিষেক করেন দেবাদিদেব মহাদেবের৷
advertisement
2/6
কথিত, ভক্তের নিষ্ঠা পূর্ণ অর্ঘ্যেই সন্তুষ্ট হন দেবাদিদেব মহাদেব৷ তাঁর উপকরণ সামান্য৷ তবে কিছু জিনিস কোনও মতেই অর্পণ করা যাবে না মহাদেবের পুজোয়৷
advertisement
3/6
দেবাদিদেব মহাদেবকে কখনওই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল অর্পণ করবেন না৷ সবসময় হাঁটু মুড়ে বসে ডানহাতে জল অর্পণ করুন৷ অর্পণের সময় বাঁ হাত দিয়ে ধরে থাকবেন ডান হাতের কব্জির অংশ৷
advertisement
4/6
নারকেলের জল কোনও সময় মহাদেবকে দেবেন না৷ তাঁর অর্ঘ্যে সব সময় রাখুন গঙ্গা জল৷ শিবপুজোয় তুলসিপত্র, হলুদ, সিঁদুর দেবেন না৷ জলশঙ্খ থেকে জল নিবেদন করবেন না শিবলিঙ্গে৷
advertisement
5/6
সব সময় অক্ষত আতপচাল নিবেদন করুন শিবপুজোয়৷ ভাঙা আতপচাল যেন কোনওমতেই মহাদেবের পুজোর অর্ঘ্যে না থাকে৷ সে বিষয়ে খেয়াল রাখুন৷
advertisement
6/6
শিবের পুজোয় সাদা ফুল উৎসর্গ করা হয়৷ কিন্তু তা হলেও কেতকী, চাঁপা ফুলের মতো ফুল নিবেদন করবেন না দেবাদিবে মহাদেবের পুজোয়৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Sawan Somvar Shiv Puja Dos & Donts: শিবপুজোয় এই ২ ফুল ও ১ পাতা দিলেই সর্বনাশ! মহাদেবের কোপে চুরমার জীবন! দুঃখের কাঁটায় ছিন্নভিন্ন সুখ!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল