Sawan Somvar 2023: শ্রাবণ মাসে অবশ্যই বাড়িতে আনুন 'এই' সমস্ত সামগ্রী, মহাদেবের আশীর্বাদ ফুলে-ফেঁপে উঠবে সংসার
- Published by:Shubhagata Dey
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Sawan Somvar 2023: বছরের ১২ মাসের মধ্যে শ্রেষ্ঠ হল শ্রাবণ মাস, এমনই মনে করেন হিন্দু ধর্মবিশ্বাসীরা। আসলে এই মাসকে বিশেষ ভাবে ভগবান মহাদেবের মাস বলে মনে করা হয়।
advertisement
1/7

*বছরের ১২ মাসের মধ্যে শ্রেষ্ঠ হল শ্রাবণ মাস, এমনই মনে করেন হিন্দু ধর্মবিশ্বাসীরা। আসলে এই মাসকে বিশেষ ভাবে ভগবান মহাদেবের মাস বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই সময় ভগবান শিবের উপাসনা করলে সহজেই তাঁকে তুষ্ট করা যায়, তাঁর আশীর্বাদ পাওয়া যায়। এই বিষয়ে বিশেষ তথ্য দিয়েছেন পূর্ণিয়ার পণ্ডিত মনোৎপল ঝা। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*তিনি বলেন, শ্রাবণ মাসকে সব মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়, তাই একে পুরুষোত্তম মাসও বলা হয়। ভগবান শিবের উপাসনা করা তো বটেই, এই সময় কিছু বিশেষ সামগ্রী বাড়িতে রাখাও খুব শুভ বলে মনে করা হয়। ওই সব সামগ্রী ঠাকুরঘরে রেখে পুজো করলে উপকার পাওয়া যাবে। যে কোনও শত্রু পরাজিত হবে, বশীভূত থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*পণ্ডিত মনোৎপল ঝা বলেন, শ্রাবণ মাসে যদি কেউ ভগবান ভোলানাথের প্রিয় জিনিস কিনে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়িতে রেখে পুজো করেন, তাহলে ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে। শ্রাবণ মাসে বাবার ধাম দেওঘর বা অন্য কোনও তীর্থস্থানে যাওয়া উচিত। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*এ সব জায়গায় গেলে ছোট আকারের রুদ্রাক্ষের মালা, ডমরু, ত্রিশূল ও শিবলিঙ্গ কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন ভক্তরা। সেগুলি ঠাকুরঘরে রেখে নিয়মিত পুজো করতে হবে। তাহলেই ভগবান ভোলানাথের কৃপা অক্ষুণ্ণ থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*তবে সাবধান পণ্ডিত মনোৎপল ঝার মতে, অনেকেই এই সমস্ত জিনিস কিনে বাড়িতে নিয়ে আসেন, কিন্তু নিয়মিত পুজো করেন না। এমন কাজ কখনও করা উচিত নয়। এতে পরিবারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, পণ্ডিত বলেন, পুজোর ঘরে দু’টি শিবলিঙ্গ একসঙ্গে রাখা উচিত নয়। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*শিবলিঙ্গ যে কোনও উপাদানে নির্মিত হতে পারে, তাতে বিশেষ পার্থক্য হয় না। তবে নিয়মিত পুজোপাঠ করা প্রয়োজন। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*পণ্ডিত মনোৎপল ঝা জানান, শিবলিঙ্গ স্ফটিক বা মাটির তৈরিও হতে পারে। শিবলিঙ্গ আসল ভগবান ভোলানাথের প্রতীক, যা স্পর্শ করলে মানুষের দুঃখ দূর হয়ে যাবে, কোনও শত্রু কোনও ক্ষতি করতে পারবে না। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Sawan Somvar 2023: শ্রাবণ মাসে অবশ্যই বাড়িতে আনুন 'এই' সমস্ত সামগ্রী, মহাদেবের আশীর্বাদ ফুলে-ফেঁপে উঠবে সংসার