Sawan Zodiac Signs Shiv Puja: দূর অভাব! উপচে পড়বে টাকা! সৌভাগ্যের আলোয় চোখ ঝলসে যাবে! জানুন শ্রাবণমাসে কোন রাশির জাতকরা শিবপুজোয় কী কী দেবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sawan Zodiac Signs Shiv Puja: কোন রাশির জাতক জাতিকারা কীভাবে, কোন অর্ঘ্য নিবেদন করে মহাদেবের পুজো করবেন, জানুন৷ শ্রাবণমাসে ভগবান শিবের পুজো করা বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷ এই মাসে দেবাদিদেবের পুজো অর্চনা করলে জীবন থেকে দুঃখ দুর্দশা কাটে৷ বিঘ্ন দূর হয়ে পাওয়া যায় সৌভাগ্য, অর্থ, শ্রী ও সম্পদ৷
advertisement
1/14

শ্রাবণমাসে ভগবান শিবের পুজো করা বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷ এই মাসে দেবাদিদেবের পুজো অর্চনা করলে জীবন থেকে দুঃখ দুর্দশা কাটে৷ বিঘ্ন দূর হয়ে পাওয়া যায় সৌভাগ্য, অর্থ, শ্রী ও সম্পদ৷
advertisement
2/14
কোন রাশির জাতক জাতিকারা কীভাবে, কোন অর্ঘ্য নিবেদন করে মহাদেবের পুজো করবেন, জানুন৷ বলছেন উজ্জয়িনীর জ্যোতিষী আচার্য রবি শুক্লা৷
advertisement
3/14
মেষরাশির জাতকরা মহাদেবের পুজোয় নিবেদন করুন বেলপত্র৷ এছাড়াও দিন লালচন্দন এবং লালফুল৷
advertisement
4/14
দুধ, দই এবং গঙ্গাজলে শিবলিঙ্গের অভিষেক করুন বৃষরাশির জাতক জাতিকারা৷ পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওম নাগেশ্বরায় নমঃ৷
advertisement
5/14
মহাদেবকে তুষ্ট করতে মিথুনরাশির জাতক জাতিকারা অভিষেক করুন দই এবং গঙ্গাজলে৷ অর্ঘ্য দিন আখের রসে৷
advertisement
6/14
কর্কটরাশির জাতকরা মহাদেবকে অর্ঘ্য দিন সাদা ফুল, চন্দন, সুগন্ধি এবং গোদুগ্ধে৷
advertisement
7/14
ভোলেনাথের পুজো সিংহরাশির জাতকরা করুন আখের গুড় এবং গঙ্গাজলে৷ নিবেদন করুন মাদারফুল, গম এবং লালফুল৷
advertisement
8/14
পান, ধুতুরা ফুল এবং গঙ্গাজল মহাদেবকে নিবেদন করুন কন্যারাশির জাতক জাতিকারা৷
advertisement
9/14
তুলারাশির জাতক হলে শিবলিঙ্গের অভিষেক করতে হবে চন্দন, গঙ্গাজল, মধু এবং দই দিয়ে৷
advertisement
10/14
লালজবা বা যে কোনও লালফুল, বেলপাতা দিয়ে শিবের পুজো করুন বৃশ্চিকরাশির জাতকরা৷
advertisement
11/14
গোদুগ্ধে কাঁচা হলুদ মিশিয়ে মহাদেবের পুজো করুন ধনুরাশির জাতক জাতিকারা৷ প্রসাদে অর্ঘ্য দিন বেসনের তৈরি মিষ্টি৷
advertisement
12/14
মকররাশির শিবভক্তরা পুজো করুন নীল অপরাজিতা, বেলপাতা এবং ধুতুরা ফুল নিবেদন করে৷
advertisement
13/14
কুম্ভরাশির জাতক জাতিকারা মহাদেবের পুজো করুন নীলফুল, আখের রস নিবেদন করে৷
advertisement
14/14
হলুদ ফুল, আখের রস, জাফরান বা জাফরানমিশ্রিত দুধ নিবেদন করে দেবাদিদেবের পুজো করুন মীনরাশির জাতক জাতিকারা৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Sawan Zodiac Signs Shiv Puja: দূর অভাব! উপচে পড়বে টাকা! সৌভাগ্যের আলোয় চোখ ঝলসে যাবে! জানুন শ্রাবণমাসে কোন রাশির জাতকরা শিবপুজোয় কী কী দেবেন