Sawan Month 2025: শ্রাবণ মাসে কবে মহাদেবের রুদ্রাভিষেক করতে চান? কোন কোন তিথিতে ভোলানাথের উপাসনা করলে ফল মিলবে হাতেনাতে!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে শ্রাবণমাস। আর এই মাস শিব আরাধনার জন্য শ্রেষ্ঠ মাস বলে ধরা হয়।
advertisement
1/8

আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে শ্রাবণমাস। আর এই মাস শিব আরাধনার জন্য শ্রেষ্ঠ মাস বলে ধরা হয়।
advertisement
2/8
মনে করা হয়, এই সময় শিবের রুদ্রাভিষেক করলে সন্তান প্রাপ্তি, শীঘ্র বিবাহ, কেরিয়ারে সফলতা, ধন বৃদ্ধি, উত্তম স্বাস্থ্য এবং মানসিক শান্তি লাভের মতন সুখ প্রাপ্তি সম্ভব।
advertisement
3/8
এছাড়াও জীবনে বাধা, গ্রহের কুপ্রভাব, নজর দোষ রুদ্রাভিষেকের প্রভাবে শান্ত হতে পারে।
advertisement
4/8
ধার্মিক গ্রন্থ অনুসারে, শ্রাবণ মাসে বিধিপূর্বক রুদ্রাভিষেকের প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়।
advertisement
5/8
দেখে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন কোন তিথি রুদ্রাভিষেকের জন্য অত্যন্ত শুভ।
advertisement
6/8
১১ জুলাই, শুক্রবার, প্রতিপদ তিথি।১৪ জুলাই, সোমবার, চতুর্থী তিথি।১৫ জুলাই, মঙ্গলবার, পঞ্চমী তিথি।১৮ জুলাই, শুক্রবার, অষ্টমী তিথি।
advertisement
7/8
২১ জুলাই, সোমবার, একাদশী তিথি।২২ জুলাই, মঙ্গলবার, দ্বাদশী তিথি।২৩ জুলাই, বুধবার, চতুর্দশী তিথি।২৪ জুলাই, বৃহস্পতিবার, অমাবস্যা তিথি।
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Sawan Month 2025: শ্রাবণ মাসে কবে মহাদেবের রুদ্রাভিষেক করতে চান? কোন কোন তিথিতে ভোলানাথের উপাসনা করলে ফল মিলবে হাতেনাতে!