TRENDING:

Sawan Somvar: আজ শ্রাবণের শেষ সোমবারে এই ছোট্ট কাজ ভুলবেন না, সৌভাগ্যের ফোয়ারা ছুটবে, টাকার পাহাড়ে বসবেন

Last Updated:
Sawan Somvar 2024: আজ শ্রাবণের শেষ সোমবারে করুন এই ছোট্ট কাজ, সারা বছর সুখে ভরাবেন মহাদেব। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসটিকে সম্পূর্ণরূপে ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয়। শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতীর পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়।
advertisement
1/12
আজ শ্রাবণ শেষ সোমবারে ছোট্ট কাজ ভুলবেন না, সৌভাগ্য সহায় হবে, টাকার পাহাড়ে বসবেন
*শ্রাবণ মাস হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুবই শুভ। ২২ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে এবং শেষ হচ্ছে আজ ১২ অগাস্ট। অন্যদিকে, সংক্রান্তি অনুযায়ী ১৬ জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করেছে। এমন পরিস্থিতিতে সংক্রান্তির পরের দিন অর্থাৎ ১৭ জুলাই থেকে শ্রাবণের মাসের সূচনা ধরা হয় এবং শেষ হচ্ছে ১৭ অগাস্ট। এই দিনে কিছু নির্দিষ্ট কাজ করলে ভগবান শিব সন্তুষ্ট হন এবং ভক্তদের জীবনে সুখ, সমৃদ্ধি, টাকা-পয়সা এবং প্রেম আনেন। আজ শ্রাবণের শেষ সোমবারে করুন এই ছোট্ট কাজ, সারা বছর সুখে ভরাবেন মহাদেব। সংগৃহীত ছবি।
advertisement
2/12
*হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসটিকে সম্পূর্ণরূপে ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয়। শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতীর পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। সংগৃহীত ছবি।
advertisement
3/12
*শ্রাবণ মাস শেষ হলে এরপর ভাদ্রপদ বা ভাদো মাস শুরু হয়। আপনি যদি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করেন, তাহলে শ্রাবণ মাসের শেষ দিনে উপবাস ভাঙতে হবে। তবেই উপবাস ও শ্রাবণ মাসের পুজোর পূর্ণ সুফল পাবেন। সংগৃহীত ছবি।
advertisement
4/12
*আজ শ্রাবণের শেষ সোমবারে করুন এই ছোট্ট কাজ, সারা বছর সুখে ভরাবেন মহাদেব। আজ ভগবান শিবের রুদ্রাভিষেক করলে অশেষ ফল লাভ হয় ভক্তের। সংগৃহীত ছবি।
advertisement
5/12
*মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ: মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র। শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মন্ত্র জপ করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয়। সংগৃহীত ছবি।
advertisement
6/12
*শিবলিঙ্গে জল অর্ঘ্য: প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালা করা অত্যন্ত শুভ। সংগৃহীত ছবি।
advertisement
7/12
*বেলপাতা সহযোগে পুজো: ভগবান শিবের বেলপাতা অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে বেলপাতা দিয়ে মহাদেবের পুজো করলে তিনি সন্তুষ্ট হন। সংগৃহীত ছবি।
advertisement
8/12
*ধুনো পোড়ানো: ধুনো পোড়ানো শিব পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ। সোমবার করে পুজোর সময় ধুনো পোড়ালে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয়। সংগৃহীত ছবি।
advertisement
9/12
*জাগরণ: শ্রাবণের শেষ সোমবার রাত জেগে ভগবান শিবের নাম স্মরণ করা অত্যন্ত পুণ্যকর বলে মনে করা হয়। সংগৃহীত ছবি।
advertisement
10/12
*দান-ধর্ম: পুজোর পাশাপাশি দরিদ্র-অসহায়দের দান করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয়। সংগৃহীত ছবি।
advertisement
11/12
*সোমবার শিব লিঙ্গের সামনে বসে, ১০৮ বার শান্ত মনে 'ঔঁ নমঃ শিবায়' জপ করুন। রোজ করতে পারলে খুবই ভাল। সংগৃহীত ছবি।
advertisement
12/12
*সোমবার শিব ও পার্বতীর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। 'ঔঁ নমঃ শিবায়' মন্ত্র জপ করুন। এতে শিব-পার্বতীর আশীর্বাদে প্রেম জীবনে সুখের জোয়ার আসবে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Sawan Somvar: আজ শ্রাবণের শেষ সোমবারে এই ছোট্ট কাজ ভুলবেন না, সৌভাগ্যের ফোয়ারা ছুটবে, টাকার পাহাড়ে বসবেন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল